Anulekhon.blogspot.com

Monday, 4 November 2024

অপরাধী তার অপরাধ স্বীকার করে না এটা ঠিক।


 অপরাধী কখনো তার অপরাধ স্বীকার করে না এটা ঠিক কিন্তু সে যেটা বলছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের কথায় তাকে কে ফাঁসানো হচ্ছে কে ফাঁসাচ্ছে না সরকার অর্থাৎ প্রশাসন এটা একটা মারাত্মক অভিযোগ কিন্তু বর্ধমান তদন্ত কারি সংস্থা বা বিচার ব্যবস্থা বা তার কথা শুনছেই না। তাকে ফাঁসানো হচ্ছে চিৎকার করে বলছে তবুও কেউ গুরুত্ব দিয়ে ভাবছে না। কারণ পেছনে বড়ো বড়ো মাথা জানে ওকে ফাঁসিতে ঝোলাতে পারলেই সব মিটে যাবে। কত নিষ্ঠুর এই প্রশাসন সত্যিই ও যদি নির্দোষ হয় তাহলে তো দ্বিতীয় ধনঞ্জয় ঘটে যাবে বাংলায় দয়া করে ওর কথার গুরুত্ব দিন আবার জিজ্ঞাসা বাদ করুন সত্যিটা বেড়িয়ে আসুক। সি বি আই কি চাইছে না সত্যি টা বেড়িয়ে আসুক। নাকি সেই কবির ভাষা সত্যি হবে প্রতিকার হীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...