Anulekhon.blogspot.com

Wednesday, 13 November 2024

এই হচ্ছে প্রকৃত শিক্ষিকা।


 খবরটা পড়ে দেখুন একজন শিক্ষিকা তিনি নাকি প্রধান শিক্ষিকা এত দায়িত্ব শীল যে আসতে এত দেরি করেছেন যে ছাত্র ছাত্রীরা গেট বন্ধ দেখে বাড়ি চলে গেছে। এ নিশ্চয়ই শিক্ষা সেলের লোক সে কারণেই পরিদর্শক সতর্ক করে ছেড়ে দিয়েছে। এই শিক্ষা সেলের শিক্ষক শিক্ষিকা রা যা খুশি তাই করতে পারে যখন তখন আসতে যেতে পারে ছুটি নিতে পারে। বাড়িতে বসে বসে বেতন পেলে এদের খুব ভালো, চিন্তার কারণ নেই এদের কাছে সংসদ সভাপতির ফোন নম্বর থাকে অন্য শিক্ষক শিক্ষিকা কিছু করলে বা ঐ শিক্ষা সেলের না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, সংসদ সভাপতি এদের ভীষণ ভালো বাসেন হাজার হোক দলে লোক চোর কে চোর বলতে জানে না, সত্যি কী রাজত্ব এল স্কুল পঠন পাঠন উচ্ছন্নে যাক আমার বেতন ঠিক ঠিক ঠাক হলেই হবে। কারণ প্রশাসনের হাত এদের মাথায় আছে এরা কিছু পারুক আর না পারুক চেয়ারম্যান থুরি চেয়ার পার্সন কে দিয়ে তাকে যা করার করতে পারে। কারণ আগেই বলেছি এদের কাছে মন্ত্রী আমলা সকলের ফোন নম্বর আছে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...