Anulekhon.blogspot.com

Friday, 19 July 2024

JIO, AIRTEL, VI বনাম BSNL।

 

গত ৩ রা জুলাই এর পর থেকে বেসরকারি টেলিকম সংস্থা গুলো তাদের রিচার্জ প্ল্যান গুলো দাম বাড়িয়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। আর সেই থেকেই সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম ভাবে কখনও BSNL পক্ষে লিখছেন এই তিন দিনের মধ্যে এক কোটি মানুষ BSNL এ পোর্ট করলেন। আবার অনেকেই বাকি তিন বেসরকারি সংস্থার হয়ে বলছেন BSNL এ পোর্ট করার আগে ভাববেন কারণ BSNL ঠিকমত নেটওয়ার্ক দিতে পারবে না। আবার BSNL এর বেশ কিছু সস্তা রিচার্জ প্ল্যান এর সাথে লুকানো শর্ত আছে সে সব না পরে যদি রিচার্জ করেন তাহলে ঠকবেন। আমি আজ প্রায় কুড়ি বছর ধরে BSNL ব্যবহার করে আসছি কিছু সুবিধা অসুবিধা আছে। তবে ঐ যে লুকানো শর্ত বলছে সেটাও ঠিক। লেখা আছে 197 টাকা না 198 টাকায় 70 দিন কিন্তু সেখান শর্ত আছে ফ্রি কল কেবল 15 দিন মাত্র দু জিবি নেট শেষ হয়ে গেলে শেষ এর সাথে আজে MTNL দিল্লি ও মুম্বইয়ের জন্যে রিচার্জ প্ল্যান না জেনে বুঝে রিচার্জ করলে বিপদ। দেখবেন কম টাকা রিচার্জ টি MTNL গ্রাহক দের জন্য। এরকম আছে, আবার ইন্টারনেট স্পীড একদম কম নামে 4G কিন্তু আসলে 3G  এর শেষ অর্থাৎ E দেখাবে। স্পীড কিছু জায়গায় ভালো আবার বেশ কিছু জায়গায় একেবারে নেই বললেই চলে। যারা কথা বলার জন্য নেবেন তাদেরও সমস্যা দেখা দেবে গ্রামের দিকে হলে। কথা অর্ধেক হবে কেটে যাবে। সোশ্যাল মিডিয়ার দৌলতে শুনছি টাটা BSNL এর সাথে যোগ দিয়েছেন জানি না কতটা ঠিক! টাটা যোগ দিলে তো ভালো BSNL তো বেসরকারি হওয়ার পথে একধাপ এগিয়ে গেল। জানি না সব জায়গায় ঠিক মত পরিসেবা পাওয়া যাবে কি না! তবে গ্রামের দিকে BSNL যদি বা আছে বাকি ঐ তিন সংস্থার নেট কেবল ঘুরে যায়। যাহোক এই কিছুখন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম ঐ বেসরকারি তিন সংস্থার পক্ষে, বিশেষ করে JIO র পক্ষে। সেখানে একজন মন্তব্য করেছেন সেই মন্তব্য টি এখানে দিলাম সাথে আমার উত্তর ও থাকল। ভালো লাগলে পড়বেন এবং মন্তব্য করবেন।


তাপস চ্যাটার্জি সুব্রত মালিক কে যে উত্তর টা দিয়েছে তার প্রেক্ষিতে তাপস চ্যাটার্জি কে একটি কথা বলছি। দাদা ডান হাত আম্বানি, আর বাম হাত আদানি আর পা দুটোয় ফাঁকা নেই সেখানে আমাদের রাজ্যের পিসি আর ভাইপো দিন রাত ধর্না দিয়ে পরে আছে। দাদা পায়ে পরি রে সি বি আই আর ইডি থেকে বাঁচারে। 


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...