Anulekhon.blogspot.com
Thursday, 20 January 2022
বুদ্ধিমান করোনা ভাইরাস ।
করোনা ভাইরাস ভীষণ বুদ্ধিমান, তার ভ্রমণ সুচী খুব ভালো। এখন সে বিভিন্ন জায়গায় সপ্তাহে দুদিন বা একদিন করে যাচ্ছে। যেমন বারাপুর এলাকায় বৃহস্পতিবার, সিঙ্গুরে মঙ্গলবার, কারণ সিঙ্গুর বাজার সোমবার এমনই বন্ধ থাকে এবার করোনার জন্যে মঙ্গলবার বন্ধ থাকছে তাও আবার সিঙ্গুর এক নং পঞ্চায়েত এলাকায়। বর্ধমান শহরে শুনে এলাম ঐরকম সপ্তাহে দু দিন বন্ধ কারন ঐ দু দিন করোনা ওখানে থাকবে। আরও কত গুলো জায়গা আছে সেখানে করোনা মোটেই যাবে না। মদের দোকানে, মেলা, সভা সমিতি, বিয়ের অনুষ্ঠানে ২০০ জনের বেশি লোক হলে তবে যাবে। শিক্ষায় ভীষণ আড়ি স্কুল খোলা হলেই বলেছে পড়তে যাবে। কিন্তু বাচ্চারা মেলায়, ট্রেনে বাসে, কোন অনুষ্ঠান বাড়িতে যাক ওদের ধরবে না, স্কুল খুলে দিলেই ধরবে। করোনা খুব বুদ্ধিমান. কারণ না পড়েই করোনা তৃতীয় শ্রেণিতে উঠে গেছে। বুদ্ধিমান করোনা ভাইরাস ট্রেন কম চলাচল করলে ভীড় বেশি হলে কিছু করবে না। ট্রেন বেশি চলাচল করে ভীড় কম হলেই ট্রেনে উঠবে। বাজারে এই ধরুন সরকারের কাজ যেমন প্রতি মাসে রেশন কার্ডে আধার লিঙ্কের লাইনে, করোনা হবে না। করোনা ভাইরাসের এত বুদ্ধি যে, বলে শেষ করা যাবে না। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ।স্কুলটা বন্ধ রাখতে বলবেন কারণ গ্রামের চাষির বেটা অফিসার হলে তাহলে বড় লোকের নাদুস নুদুস ছেলে টি পিছিয়ে পড়তে পারে যে।
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment