Anulekhon.blogspot.com

Thursday, 20 January 2022

বুদ্ধিমান করোনা ভাইরাস ।


 করোনা ভাইরাস ভীষণ বুদ্ধিমান, তার ভ্রমণ সুচী খুব ভালো। এখন সে বিভিন্ন জায়গায় সপ্তাহে দুদিন বা একদিন করে যাচ্ছে। যেমন বারাপুর এলাকায় বৃহস্পতিবার, সিঙ্গুরে মঙ্গলবার, কারণ সিঙ্গুর বাজার সোমবার এমনই বন্ধ থাকে এবার করোনার জন্যে মঙ্গলবার বন্ধ থাকছে তাও আবার সিঙ্গুর এক নং পঞ্চায়েত এলাকায়। বর্ধমান শহরে শুনে এলাম ঐরকম সপ্তাহে দু দিন বন্ধ কারন ঐ দু দিন করোনা ওখানে থাকবে। আরও কত গুলো জায়গা আছে সেখানে করোনা মোটেই যাবে না। মদের দোকানে, মেলা, সভা সমিতি, বিয়ের অনুষ্ঠানে ২০০ জনের বেশি লোক হলে তবে যাবে। শিক্ষায় ভীষণ আড়ি স্কুল খোলা হলেই বলেছে পড়তে যাবে। কিন্তু বাচ্চারা মেলায়, ট্রেনে বাসে, কোন অনুষ্ঠান বাড়িতে যাক ওদের ধরবে না, স্কুল খুলে দিলেই ধরবে। করোনা খুব বুদ্ধিমান. কারণ না পড়েই করোনা তৃতীয় শ্রেণিতে উঠে গেছে। বুদ্ধিমান করোনা ভাইরাস ট্রেন কম চলাচল করলে ভীড় বেশি হলে কিছু করবে না। ট্রেন বেশি চলাচল করে ভীড় কম হলেই ট্রেনে উঠবে। বাজারে এই ধরুন সরকারের কাজ যেমন প্রতি মাসে রেশন কার্ডে আধার লিঙ্কের লাইনে, করোনা হবে না। করোনা ভাইরাসের এত বুদ্ধি যে, বলে শেষ করা যাবে না। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ।স্কুলটা বন্ধ রাখতে বলবেন কারণ গ্রামের চাষির বেটা অফিসার হলে তাহলে বড় লোকের নাদুস নুদুস ছেলে টি পিছিয়ে পড়তে পারে যে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...