Anulekhon.blogspot.com

Sunday, 2 January 2022

১০০ টাকা চুরি করলে জেল হবে ১০০ কোটি টাকা চুরি করলে মন্ত্রী হবে।

 বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি, একশ টাকা চুরি করলে জেলে যেতে হবে, আর একশ কোটি টাকা চুরি করলে মন্ত্রী হওয়া যাবে। পশ্চিমবঙ্গে এখন একশ কোটির চোর বেশি আছে, একশ টাকার চোর আছে, যেমন কালকেই হরিপালে তিন টি দোকানের তালা ভেঙে বা ছাউনি খুলে, চুরি হয়েছে। দোকান গুলো আবার থানা লাগোয়া। কয়েক জন বাসিন্দা বলছেন একটি দোকানে আট শ টাকা চুরি হয়েছে। সেই কারণেই বলা, এত কম টাকা চুরি করলে জেলে যেতে হবে। একশ, দেড় শ কোটি টাকা চুরি করলে মন্ত্রী হবে, জেলে যেতে হবে না। এত ভাল ব্যবস্থা করা আছে এর পরেও চুরি একটু কেবল ডাকাত দলের সাথে পতাকা নিয়ে ঘুরতে পারলেই কেল্লাফতে, টাকাই টাকা কত রকম ভাবে চুরি করতে হয় শিখিয়ে পড়িয়ে নেবে কেবল ভাগ দিতে হবে এই আর কি। আরেকটা উপায় আছে ঋণ নিয়ে শোধ না করা, তবে ঋণ হতে হবে ২৫ থেকে ১০০ হাজার কোটি টাকা তাহলেই ঋণ মুকুব করে দেওয়া হবে, না হলে দেশ ছেড়ে পালাবার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু ২৫০০ টাকা ঋণ নিলে ব্যাঙ্ক ভিটে মাটি চাঁটি করে ছেড়ে দেবে। দারুণ দেশ ভক্তি, দেশটা স্বাধীন হয়েছে তো! 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...