Anulekhon.blogspot.com

Tuesday, 7 December 2021

ট্রেন বিক্রি আছে দাম মাত্র এক কোটি।

 দেশ টাই বিক্রি করে দিচ্ছে, তাতে আস্ত একটা ট্রেন এক কোটি টাকা থাকলে যে কেউ কিনতে পারেন একটা আস্ত ট্রেন। খবর টি পড়ে দেখুন বুঝতে পারবেন।


প্লেন তথা বিমান বন্দর আগেই বিক্রি করা হয়েছে। কৃষি জমি বণিক কে বিক্রি করার চেষ্টা বিফলে গেল। ব্যাঙ্ক বিক্রি করে দিতে বিল আসছে, বিমা সে তো অর্ধেক বিক্রি করা হয়ে গেছে। খনি সেও বিক্রির ইছাপুর গান ও শেল কারখানা, বেঙ্গল কেমিক্যাল, টেলি যোগাযোগ আরও কত কি তবে এই ট্রেন বিক্রি একটি ইউনিক ব্যবস্থা। দারুণ না, ওদিকেে আইন আসছে কোন চাকরি স্থায়ি নয়। কিছু না হোক জনগণ মিথ্যা প্রতিশ্রুতি গুলো পেয়ে দারুণ খুশি। খুব ভালো এরপর দেখা যাবে দেশটা আমেরিকার কাছে বেচে দিচ্ছে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...