Anulekhon.blogspot.com

Monday, 6 December 2021

মোবাইল রিচার্জ এখন মানুষের নাভিশ্বাস তুলে দিচ্ছে।


 এই যে লোক টা কে দেখছেন এই হাসি মুখ দেখিয়ে লোকের পকেট কাটার ব্যবস্থা করছে। প্রথম ফ্রি সিম, 99 টাকা টাকা রিচার্জ, এখন বাড়তে বাড়তে সেটা 719 টাকা। কেবল জিও নয় প্রতিটি সিম কোম্পানি একই রকম ভাবে 20% থেকে 40% রিচার্জ খরচ বাড়িয়ে দিয়েছে। এখন যখন দেখছে ভারতের এই সিম বাজারে বিশ্বের সব থেকে ধনী সিম ব্যবসায়ী বা ইন্টারনেট ব্যবসায়ী এলেন মাক্স আসছে, যার অধীনে বিশ্বের অধিকাংশ যোগাযোগ স্যাটেলাইট বা উপগ্রহ আছে, তিনি কম খরচে নেট দেবেন সেই হঠাৎ আজ একটা প্ল্যান এনেছে 75 টাকায় 23 দিন কল ও নেট পাওয়া যাবে। এই প্ল্যানে রিচার্জ করলে বছরে পনেরো থেকে ষোল বার রিচার্জ করতে হবে। যদি পনেরো বার হয় তাহলে এই কোম্পানি কে দিতে হবে 1125 টাকা। এর পাশাপাশি সরকারি বলুন আধা সরকারি কোম্পানি বি এস এন এল একটি নতুন প্ল্যান 94 টাকায় 75 দিন। বি এস এন এল এর এই প্ল্যানে এক জন কে বছরে 5 বার রিচার্জ করতে হবে। বছরে দিতে হবে 470 টাকা। এবার সাধারণ মানুষ যারা কেবল যোগাযোগ করতে মোবাইল ব্যবহার করেন তারা বি এস এন এল এ পোর্ট করে নিন উপকৃত হবেন কারণ বি এস এন এলের আরেকটা রিচার্জ প্ল্যান আছে 107 টাকা 90 দিন। পকেট কাটা কোম্পানি, কে বাদ দিয়ে বি এস এন এলে ফেরত আসি। এয়ারটেল, ভিআই, জিও বাদ দিয়ে দিন। কারণ এই সিম কোম্পানি গুলো কেন্দ্রীয় শাসক দলের দোর ধরা এদের কোটি কোটি টাকা ট্যাক্স মুকুব করে দেওয়া হয় মুনাফার জন্য এবং ভাগ করে নেওয়া হয় পার্টি ফাণ্ডে ও নেতার মন্ত্রীরা ভাগ পায় এদের টাকার এই কারণেই এরা সাধারণ মানুষের পকেট কাটতে সাহস করে। আদানির ফরচুন বন্ধ করে দিন স্থানীয় কোম্পানির তেল কিনতে শুরু করে দিন দেখবেন তেলের দাম কমে যাবে। আসুন সকলে মিলে এদের বয়কট করি। এরাই হচ্ছে কালা ইংরেজ সাধারণ মানুষ কে শোষণ করতে শুরু করেছে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...