Anulekhon.blogspot.com

Sunday, 26 December 2021

ক্ষমতায় থেকে শ্যাম চুরি করত, তাহলে রাম কেন করবে না।

 বাম আমলে বাংলায় নাকি লুঠ পাট চলত! ভোট লুট হোক বা সরকারি টাকা লুঠ সব চলত।  এটা আমার কথা নয় এক আইন জীবির বক্তব্য। 


শ্যামের রাজত্বে চুরি হত, রাম বলল পাল্টে আমাকে রাজা করে দাও আমি এসব বন্ধ করে দেব। দেখা গেল মানুষ পরিবর্তন করে দিল, কিন্তু আরও বেশি বেশি করে চুরি সন্ত্রাস লুঠ শুরু হল। শ্যামের মন্ত্রী দের চুরি ধরতে গিয়ে যে সব কমিশন গঠন বা কমিটি গঠন করা হলো সেখানেও চুরি করতে আরম্ভ করে দিল। প্রমাণ করতে পারল না শ্যাম চোর বা চুরি করে ক্ষমতায় এসে ছিল। রামের দল বল চোখের সামনে চুরি করে জেলে যেতে আরম্ভ করল। যুক্তি একটাই আগে হতো তাই এখনও হবে। শ্যামের রাজত্বে বেকার যুবক যুবতী দের, চাকরির জন্য ধরণা বা অনশন করতে হতো না। প্রতি বছর পরীক্ষা দিয়ে চাকরি হতো, রামের রাজত্বে ঘুষ ছাড়া চাকরি হয় না। সে সব কথা এখন আর কেউ মনে করে না। সত্যিই এ সব মানুষ শিক্ষিত তো! তর্কের খাতিরে ধরে নেওয়া গেল শ্যামের দল বল চোর চিটিংবাজ ছিল, মানুষ সে কারণেই পরিবর্তন করে দিল। এবার এদের যুক্তি অনুযায়ী আগে যা হত সেটাই হবে। তাহলে পরিবর্তন করে কি লাভ হল? শ্যামের আমলে জিনিস পত্রের দাম কম ছিল, এখন তো চার পাঁচ গুণ কোন কোন ক্ষেত্রে একশ গুন বেশি হয়েছে। তাহলে আগের জিনিস পত্রের দাম ফিরিয়ে আনতে হবে। আসলে এরা হচ্ছে সেই আঁতেল যারা পা চেটে টাকা পায়। আর এই কারণেই এদের এই রকম অযৌক্তিক কথা বলতে হবে। দারুণ যুক্তি শ্যাম চুরি করত রাম ও চুরি করবে। 




No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...