Anulekhon.blogspot.com

Thursday, 23 December 2021

ভোটের জন্য এবার ছাপ্পা শ্রী শুরু করা হোক।

 গত ২০১১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যত গুলো নির্বাচন হয়েছে একটা ভোটও শান্তিতে হয় নি। অর্থাৎ ছাপ্পা ও সন্ত্রাস ছাড়া ভোট হয় নি। ভোট মানেই বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর অত্যাচার করা এজেন্ট দের জীবন বিপন্ন করে দেওয়া। কারণ শাসক দলের জেতা টা জরুরী তোলাবাজির জন্য। বিরোধী থাকলে চুরি করা যায় না। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে, বিধানসভা, লোকসভা, পুরসভার নির্বাচন সবেতেই শাসক দলের পক্ষ থেকে চলছে এই ছাপ্পা এবং মানুষ কে ভোট দিতে না দেওয়া। বর্তমান শাসক দল নিজের দলের ভোটার কেও বিশ্বাস করতে পারছে না। নিজের দলের সমর্থক বা ভোটারের ভোট ও এই ছাপ্পা দিতে প্রতিটি বুথে একজন আছেন তিনি ভোট দিয়ে দিচ্ছেন। পশ্চিমবঙ্গের ভোট হলেই এদের বুথে ভেতরে দেখা যাচ্ছে। কেবল পশ্চিমবঙ্গ কেন ত্রিপুরার শাসক দল সেও কাউকে বিশ্বাস করতে পারছে না। যাহোক কলকাতা পুরসভার ভোটের এক ছাপ্পা ভোটার কে গ্রেফতার করেছে পুলিশ। 


আরও অনেকেই ছিল কিন্তু এর কপাল খারাপ কি আর করা যাবে। 


এই মহিলা কে দেখুন কেমন ছাপ্পা দিচ্ছে। এরা কাটমানির ভাগ ভালো রকম পায় না হলে এসব করছে কেন! চোর দলের সবাই চোর এও মনে হয় ভাল ভাগ পায়। বাংলা প্রবাদ চোরের দলে থাকলেই চোর হয়। আর একটা ছবি দিলাম। 


এরা আবার আরেকটু উপরে যায় ছাপ্পা দেবে বলে সি সি ক্যামেরা সাদা কাগজে ঢেকে দিচ্ছে। আমি দিদি কে ভাবতে অনুরোধ করছি কেবল কাটমানির ভাগ বা তোলার ভাগ দিয়ে এদের ছোট করা যাবে না, এদের জন্যে " ছাপ্পা শ্রী" চালু করে দেওয়া উচিত। এই তো আবার জানুয়ারি তে কয়েকটি পুরসভার ভোট আসছে, তার আগেই ছাপ্পা শ্রী সহ প্রশিক্ষণের জন্য দুযারে সরকার চালু করতে অনুরোধ করছি। কি আর করা যাবে চাকরি এই রাজ্যে সে তো মাকাল ফল। সে কারণেই বলছি যদি ছাপ্পা শ্রী দেন তাহলে অনেকেই উপকৃত হবে। কাজ কর্ম নেই, তবুও কিছু টাকা আসবে। বলবেন নিশ্চয়ই ছাপ্পা শ্রী তো চালু আছে, ঘুরিয়ে, ঐ যে ক্লাব ও পুজো কমিটি গুলো কে টাকা দেওয়া হয় ওটাই তো ছাপ্পা শ্রী। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...