Anulekhon.blogspot.com

Saturday, 13 November 2021

ফেসবুকে বাংলাদেশের বন্ধু বান্ধবের কাছে একটি অনুরোধ করছি। ?


 ফেসবুকে আমার অনেক বাংলাদেশের বন্ধু বান্ধব আছেন তাদের কাছে অনুরোধ করছি, এখানে কত গুলো নাম এবং ঠিকানা বা জায়গার নাম আছে যা বর্তমানে পূর্ব বঙ্গে বা বাংলাদেশে অবস্থিত। যদি এই ব্যক্তি দের পরিচিত কেউ এই ঠিকানা গুলো তে থাকেন বা এদের কেউ বংশের কেউ থাকলে একটু জানালে খুব খুশি হব। অন্য কিছু না কেবল কৌতুহল বশত এটা দিলাম। দীর্ঘ দিন আমার কাছে আছে কিন্তু কোন কাজে লাগে না। এই ঠিকানা বা এই নাম গুলোর সাথে আমার কি সম্পর্ক তাও আমি জানি না। যেমন প্রথম নাম টি আছে শ্রী ধীরেন্দ্র নাথ মুখোপাধ্যায়ের সাং লেখা আছে কাণ্ডপাশা। দ্বিতীয় নাম শ্রী দুর্গা কুমার গঙ্গোপাধ্যায়, সাং - ব্রাহ্মণ দিয়া হাল সাং কাণ্ডপাশা। তার পর আছে শ্রী নরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সাং - ব্রাহ্মণ দিয়া হাল সাং - কাণ্ডপাশা। এছাড়াও আরেকটা নাম আছে শ্রী মুকুন্দ চক্রবর্তী। আমি কেবল জানতে চাই এই জায়গা গুলো কোথায় এদের সাথে আমার কি সম্পর্ক আমার কাছে এই দলিলের অংশ টি অনেক দিন যাবৎ আছে। কৌতুহল বশত এগুলো জানতে চাই অন্য কোন কারণ নেই। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...