Anulekhon.blogspot.com

Monday, 15 November 2021

মাত্র ৭৬ লক্ষ টাকা!

 খবরটি পড়ে খারাপ লাগছে মাত্র ৭৬ লক্ষ টাকা জালিয়াতি আমার মনে হয় উনি ভুল করেছেন, যদি ৭৫% ও ২৫% ভাগ দিতেন তাহলে আজ হুলিয়া জারি করা হত না।


মাত্র ৭৬ লক্ষ টাকা জালিয়াতি, তার জন্যে হুলিয়া জারি আর চিটফাণ্ড কেলেঙ্কারি, নারদার টাকা হজম করে টেলিভিশনে নাচানাচি। দারুণ ব্যাপার তাই না, আরেক দিকে মেহুল চকসি, বিজয় মালিয়া, এবং নীরব মোদি নীরবে টাকা টাকা ধার করে দেশ ছেড়ে উধাও হয়ে গেছে। তাদের ঋণ মুকুব করে দেওয়া হয়েছে, কি ভালো ব্যবস্থা তাই না। আরেক জন তৈরি হয়েছে লন্ডনে বাড়ি কিনে ফেলেছ চলে গেল বলে।

সত্যিই আমরা সাধারন জনগন এই সব লোকের কাছে মানুষ নয়। কারণ আমাদের করের টাকা লুঠ করে পালায়, তাদের কোন বিচার নেই, আর দু টাকা বা দু হাজার টাকা চুরি করে দেখুক পুলিশের অত্যাচার কাকে বলে। "সত্যিই সেলুকাস কী বিচিত্র এই দেশ।" 





No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...