Anulekhon.blogspot.com

Wednesday, 3 November 2021

পি কে বলছেন বিজেপি ক্ষমতায় আসবে আর এখন রাজ্যের শাসক দল বলছে দিদি প্রধানমন্ত্রী!

 সকলে ভেবে নেবেন না যে আমি পি কে সিনেমার কথা বলছি। ইনি ভোট কুশলী বা নির্বাচনে পরামর্শ দাতা এনার পরামর্শে যে দল চলে সেই দল ভোটে জিতে আসে এবং ক্ষমতা দখল করে। ইনি এসব কোটি কোটি টাকার বিনিময়ে করে থাকেন। এ বিষয়ে এনার একটি টিম আছে, নাম আই প্যাক। টাকা খরচ করতে পারলে ইনি চোর মিথ্যাবাদী ধাপ্পাবাজি এসব দেখেন না, কারণ আমাদের বর্তমান রাজ্যের শাসক দলের পরামর্শ দাতা ইনি। দেখছেন নির্বাচন শেষ হবার পর কত ভুয়ো অফিসার ধরা পড়েছে। এমনকি উচ্চ পদস্থ পুলিশ অফিসার সেও নাকি ভুয়ো, অর্থাৎ জাল তাহলে নির্বাচন হবার পর কারা ঐ ই ভি এম পাহারা দিয়ে ছিল বোঝা যাচ্ছে। এটাই এনা মূল ভোট জেতার কৌশল, যাহোক আমার দেশের আইন সেত দুরকম এক দুর্বল সাধারণ মানুষের জন্য তার বিরুদ্ধে যত পারো কেস দাও কেসের মালা পরিয়ে দাও, এটা আমার কথা নয় এই শাসক দলের এক নেতার কথা।  ২০১৪ সালে ওনার টিম নিয়ে মানুষের মাথায় ঢুকিয়ে দিতে সমর্থ হন যে মোদি প্রধানমন্ত্রী হলে দেশের সব সমস্যার সমাধান হবে। আর ২০১৯ এ আগলে বার মোদি সরকার এসব এখন সাধারণ মানুষ বুঝতে পারছেন নিশ্চয়ই কত ধানে কত চাল। এক দিকে দেশ বিক্রি আরেক দিকে নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশ ছোঁয়া কোথায় গিয়ে থামবে কেউ বলতে পারছে না। দেশের অর্ধেক মানুষের দুবেলা খাবার জোটে না, ক্ষুধা সুচকে বাংলাদেশের ও নীচে ১০১ তম স্থানে। বাদ দিলাম কারণ মন্দির হলে সেখানে বসে ভিক্ষা করার লোক চাই সে কারণেই আজ দেশের বেকার সংখ্যা স্বাধীনতার পঞ্চাশ বছর পর সব থেকে বেশি। আমাদের রাজ্য সরকার ও কম কিসে মানুষ কে ভিক্ষারি বানাও বেকার দের চাকরি দিও না। উভয়ের আরেকটা মিল খুব, চাকরির বিজ্ঞাপন দাও পারলে পরীক্ষা পর্যন্ত নাও কিন্তু চাকরি দিও না, এখানে তো আরেকটা বিষয়ে এগিয়ে আই সি ডি এসের রাঁধুনির চাকরি পেতে ঘুষ দিতে হয়। এই আই প্যাক যেমন, ক্ষমতায় নিয়ে এসেছিল বিহারের মুখ্যমন্ত্রী কে, দিল্লির আম আদমী পার্টি কে। সেই ভাবে এই বাংলায় বর্তমান সরকার কে। আমাদের দিদি কে নিয়ে তাঁর ভাই ভাইপো ভাইঝি দের একটা স্বপ্ন আছে, তিনি প্রধানমন্ত্রী হবেন, জানি না এটা দিদির ও স্বপ্ন কিনা! সেই স্বপ্নে এই ভদ্রলোক জল ঢেলে দিলে না তো কারণ তিনি বলছেন বিজেপি আরও কয়েক বছর ক্ষমতায় থাকবে আমার মনে হয় দিদি ঠিক মত টাকা দিচ্ছেন না। না হলে ভবিষ্যতে দিদি তার দল বল নিয়ে বিজেপি হয়ে যাবেন তার পর দিদি প্রধানমন্ত্রী হবেন। না হলে হবে কিভাবে দিদি তো বিজেপি বিরোধী মুখ নাকি, আমি ঠিক বিষয়টি বুঝতে পারছি না, দিদির ভোট কুশলী বলছেন বিজেপি ক্ষমতায় আসবে আর দিদির দল বল বলছে দিদি প্রধানমন্ত্রী হবেন।


যারা এই লেখাটা পড়বেন একটু যদি বুঝিয়ে বলেন খুব ভালো হয়। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...