Anulekhon.blogspot.com

Saturday, 13 November 2021

পা চাটালেও পদ্ম মেলে।

মায়ের পায়ে জবা হয়ে ওঠা না ফুটে মন, একটু পাল্টে নিয়ে বলা যায় দাদার পায়ে পদ্ম হয়ে ওঠনা ফুটে মন। এখানে মনে হয় এটাও ঠিক মনে হয় হলো না। এবার পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে এমন এক মহিলা কে যিনি যিনি একজন সেলিব্রিটি আর দাদার পায়ের ধুলো পারলে পরিষ্কার করে দেয়। নাম দিলাম না ছবিটি দিলাম।


এই যে ছবি টি দেখছেন এনার কাছে গরীব খেটে খাওয়া মানুষ গুলো হচ্ছে কীট পতঙ্গ। দেশের স্ববাধীনতা সংগ্রাম কে ইনি এক কথায় নসাৎ করে দেন। ১৮৫৭ সাল থেকে ১৯৪৬ দীর্ঘ প্রায় নব্বই বছরের স্বাধীনতা সংগ্রাম, ভারত মায়ের হাজার হাজার বীর সন্তান হাসি মুখে নিজের জীবন বিসর্জন দিয়েছে, তাদের ইনি অনায়াসে ভুলে গিয়ে বলতে পারেন ২০১৪ সালে প্রকৃত স্বাধীনতা এসেছে। পদ্ম পুরস্কার পেতে কী করতে হবে কেউ জানে না তবে দেখা যাচ্ছে বর্তমান কেন্দ্রীয় শাসক দলের তাঁবেদার হলে কোন কিছুর দরকার পরে না। আশা করি সকলের মনে আছে আরেক জন বিখ্যাত অভিনেতা সনু সুদের কথা লকডাউনে যিনি গরীব খেটে খাওয়া মানুষ গুলো কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি পদ্ম পুরস্কার পেলেন না, তার একটাই কারণ ঐ যে তেল দেওয়ার কাজ করতে পারে নি। বাকি যারা পেয়েছেন তাদের কিছু কিছু অবদান আছে, কেউ গরীব মানুষের শিক্ষার বিস্তার ঘটাতে বিদ্যালয় তৈরি করে দিয়েছে। আরেক জন বন বা গাছ গাছালি রক্ষা করে গেছেন, আরো কত রকম অবদানের জন্য পদ্ম পুরস্কার পেয়েছে। কিন্তু কোন সংবাদ পত্রে জানা গেল না এই মহিলা কঙ্গনা রানাওয়াত কি এমন মহান সামাজিক কাজ করছেন। সমাজে কোন কোন উপকারে তিনি লেগেছেন। কেউ জানেন একটু বলবেন। এই কারনেই এই লেখা। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...