Anulekhon.blogspot.com

Sunday, 29 August 2021

এই ঘটনা কি তালিবান শাসন থেকে কম।


(সৌজন্যে ছবিটি অন লাইন আনন্দ বাজারের) দেশের সু সভ্য সমাজে মাথা তথাকথিত বুদ্ধিজীবীরা কী বলবেন। এটা আফগানিস্তানে তালিবান শাসন থেকে কম কীসের? এটা ঐ হিন্দি বলয়ের একটা ক্ষুদ্র অংশ মাত্র, হিন্দি বলয়ের অধিকাংশ রাজ্যে এই ঘটনা প্রতিদিন ঘটৈ চলেছে। উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষ কে অত্যাচার করা। আমাদের নাকি সংবিধান আছে সেখানে মানুষের সমান অধিকার আছে বেঁচে থাকার। কিন্তু এরা এদের কাছে মানুষ নয়। দলিত দের একটা অংশ এই সব হিন্দি বলয়ে কি করে ভোটের সময় বড়ো বড়ো চোর চিটিংবাজ মিথ্যাবাদী গুলো কে জিতিয়ে আরও ভালো করে যাতে চুরি করতে পারে। আর মানুষ খুন করতে পারে, এদের শাস্তি নেই। যেমন উত্তর প্রদেশের ঘটনা গুলো কোন শাস্তি নেই। এই সব মানুষ গুলো অত্যাচার থেকে বাঁঁচতে নাম লেখায় মাও বাদীর মত উগ্র পন্থী সংগঠনে। আমাদের দেশের মধ্যেই এক বিংশ শতাব্দীতে এক অন্ধকার ভারতের ছবি। আর এর সাথে উস্ককানি মুলক কাজ করে চলেছে কেন্দ্রীয় শাসক দল। এরা নাকি হিন্দু দের ভালো করবে। এদের কাছে হিন্দু হলো দলিত বাধ কেবল, উচ্চ বর্ণের এবং উচ্চ বিত্তের হিন্দু। বলবেন একজন দলিত কে কিন্তু রাষ্ট্রপতি করেছে এই শাসক দল। ওটাই তো দেশের জনগণ কে বোকা বানানোর উপায়। যেমন এ পি জে আব্দুল কালাম কে রাষ্ট্রপতি করে ছিল এই দল। ওটাই প্রচারের হাতিয়ার আমরা সবাই এক কিন্তু বিভিন্ন প্রান্তে উচ্চ বর্ণের অত্যাচার করলে বা মেরে ফেলা হলে। কোন শাস্তি নেই, উত্তর প্রদেশের সেই ধর্ষক বিধায়ক কি সাম সাঙ্গার তার কোন শাস্তি হলো। হাথরাসের ঘটনা ঘটে গেল কিন্তু কিছু হল না। অপরাধের যদি সঠিক বিচার না হলে অপরাধ বাড়ে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...