আমি মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি। ঘটনা টি জানার পর থেকে একটি প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। জেড ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা, যার কাছে পৌঁছন দুস্কর। সেই রকম এক ব্যক্তি কে সাধারণ পাবলিক ধাক্কা দিয়েছে। এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আবার আমরা এটাও জানি উনি নাটকে পটু, বাম আমলে ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত এরকম নাটক আমরা অনেক দেখেছি। একবার তো প্রচার করা হলো ওনাকে গুলি করা হয়েছে। পৃথিবীর সেরা একজন মিথ্যাবাদী, যিনি মিথ্যা কথার জন্যে নোবেল পেতে পারেন। সে রকম এক ব্যক্তি কে বিশ্বাস করতে পারা যায়! আবার এটাও ঠিক বারবার মিথ্যা বলতে বলতে সেই মিথ্যা একদিন সত্যি হতে পারে, এটা আমরা গল্পে পড়েছি। ঐ যে রাখালের গরুর পারে বাঘ পড়ার গল্প। আমার মনে হচ্ছে এই নাটকের কারণ জোট প্রার্থী ঘোষণা করা হয়েছে ঐ দিন যাতে, ঐ সব অল্প বয়সী ছেলে মেয়েরা প্রচারের আলোয় না আসতে পারে তার একটা ভালো ব্যবস্থা হচ্ছে এই নাটক মঞ্চস্থ করা। আর পেটোয়া মিডিয়া তো আছেই তিল কে তাল করে প্রচার করতে। রাজ্যে বিরোধী নেই এমন প্রচার তো গত পাঁচ বছর ধরে দেখছি। একটাই প্রচার এরাজ্যে বিরোধী কারা না বি জে পি আরে বিজেপি কারা, যারা তৃণমূল তারাই বিজেপি আজ তৃণমূল কাল বিজেপি একটাই দল। দালাল ঘুষ খোর ২৫% ৭৫% ভাগ পাওয়া মিডিয়া গুলো সত্যি পশ্চিমবঙ্গ কে বিরোধী শূন্য করে ছাড়বে গনতান্ত্র বলে আর কিছু থাকবে না এরাজ্যে এই মিডিয়া তথা কর্পোরেট দের দ্বারা পরিচালিত একটি সংস্থা এরা আজ সাধারণ মানুষের দূর্দিন দেখতে পায় না। প্রতিটি জিনিসের অগ্নি মূল্য, স্বাধীনতার পর দেশে এবং রাজ্যে সব থেকে বেশি শিক্ষিত বেকার, সরকারি চাকরি নিয়োগ বন্ধ। অনেকে বেকার ছেলে মেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। সারদা নারদা রোজভ্যালি গেছে এখন রাজ্যে শ্রী থেকে সাথী চলছে। শুরু হয়েছে ধর্ষণ শ্রী দিয়ে জানি না আর কত কিছু আছে এই বাংলার জনগণের কপালে কারণ কিছু মানুষ এখনো এই চোর জোচ্চর বাটপার মিথ্যাবাদী কে সমর্থন করে কারণ বিনামূল্যে বা কুড়ি টাকায় মদের পাউচ দুধ ২৫ থেকে ৩০ টাকা হাফ লি. চাল কিনে খেতে হবে দাম ২০১০ সব থেকে কমা চালের বাজারে দাম ছিল ১৪ টাকা এখন ৩২ টাকা। আর ডাল তেল গ্যাস এসব থেকে মানুষ বুঝি আর মুক্তি পেল না। কারণ মিডিয়া যে ভাবে রাম রহিম কে নিয়ে ব্যস্ত তাতে করে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা মুক্তি পাব না। গত কয়েকদিন ধরে দেখছি কিছু অবাঙালি স্বপ্ন দেখছে বাংলা থেকে বাঙালি কে তাড়নোর, এনিয়ে পরে লেখা যাবে। ছিঃ ছিঃ মিডিয়া। তোমরা জানো যে এটা একটা বড়ো নাটক সেটা কে নিয়ে সারা দিন ধরে প্রচার করে চলেছ। বাঙালি আর কবে শিক্ষার পরিচয় দেবে আমার জানা নেই। কোথায় সেই বাঙালি যারা একদিন ইংরেজ বণিকের শাসনের ভিত নড়িয়ে দিয়ে ছিল।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment