Anulekhon.blogspot.com

Tuesday, 9 February 2021

করোনার সাথে কথা হয়েছে স্কুল কলেজ খুললেই ঢুকবে।


 পশ্চিমবঙ্গ রাজ্য টি বড়ো অদ্ভুত সব কাণ্ড ঘটে যাচ্ছে, দেখতে দেখতে লকডাউন এর পর সব খুলে দেওয়া হয়েছে। কেবল স্কুল কলেজ বাদ। কারণ একটাই প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক থেকে শুরু করে সর্বত্র ছাত্র ছাত্রী এলেই করোনা হবে। শিশু বা ঐ ছাত্র ছাত্রী খেলা করলে, মেলা দেখতে গেলে, ট্রেনে বাসে করে আত্মীয় বাড়ি বা বেড়াতে গেলে। প্রাইভেট টিউশন পড়তে গেলে করোনা হবে না। করোনা বলেছে স্কুকু কলেজ খুললেই আমি শিওর ছাত্র ছাত্রী দের ধরব। বাজার ঘাট মেলা উৎসব চিরিয়াখানা, শিশু পার্ক বেড়াবার জায়গা সব বাদ দিয়ে ছি, কিন্তু স্কুলে এলে মোটেই ছাড়া হবে না। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় ওখানে আমি আগে যাব, একদম না সব জায়গায় শিশু দের বাদ দিয়ে ছি বলে, ভেব না স্কুলে আমি বাদ দোব। আমি করোনা এই আমি বলে দিলাম একদম স্কুল খোলা যাবে না। করোনা কি কিউট কি অদ্ভুত না। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...