Anulekhon.blogspot.com

Friday, 5 February 2021

কে বড়ো চোর সেই তরজা চলছে।

 রাজ্যের নির্বাচন যত এগিয়ে আসছে দল বদল অর্থাৎ এক ফুলের থেকে আরেক ফুলে যাওয়ার হিড়িক পরে গেছে। যেই দল পরিবর্তন হল আর মনে পড়ে যাচ্ছে, কে কত বড় চোর কে কী করেছে বা করছে। কে বলছে এত দিন মধু খেয়ে এখন অন্য দলে, তার চুরির ফিরিস্তি দিচ্ছেন। আবার আরেক জন বলেছেন, কয়লা, বালি থেকে গরু সোনা পাচার সবেই হাত পাকিয়েছে। কে বলছে ৬২ জন কে চাকরি দিয়েছি, আবার কার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হতে চলেছে। আমার একটা কথা এতো দিন তাহলে মানুষ কে মিথ্যা কথা বলে ক্ষমতায় ছিলে। যখন তোমার সৎ বুদ্ধি জেগেছে মানুষের টাকা ফেরত দাও, আর সাধারণ মানুষের সাথে বেইমানি করে কোন দিন ভালো থাকা যায় না। সাধারণ মানুষ ভোট দিতে পারেন নি, ২০১১ সালের পর থেকে, কারণ আপনাদের মত সৎ ও ভদ্রলোক থাকার জন্য। নিজেই বলে দিচ্ছেন আপনি কত ভালো, আসলে আপনার ভালোর জন্য দল বদল, তবে আমাদের কাছে তথা সাধারণ মানুষের কাছে এটা একটাই দল কেবল নাম ও চিহ্ন টি আলাদা। একজন দেশ বেচে দিচ্ছে। একজন বাংলা বেচে দিচ্ছে, দুজনেই বেচারাম ভালো হলে সাধারণ মানুষকে ভিক্ষারি বানিয়ে দিত না। খুব ভালো আপনাদের মুখ থেকে সত্যি কথা বেড়িয়ে আসছে। আপনারা তো শিক্ষিত মানুষ, বলুন তো মানুষের সাথে বেইমানি করার শিক্ষা প্রতিষ্ঠান কোথায় আছে? আপনারা এত ভালো কাজ করেছেন যে নিরাপত্তা নিয়ে ঘুরতে হয়। আপনার বা আপনাদের মত নেতা একবারও ভাবছেন না, বাংলার মানুষের কথা, কেবল বেইমানি, ভোট নিয়ে বেইমানি, মনে করুন জনগণ আপনার বা আপনার দলের বিরুদ্ধে ভোট দিয়ে একজন বিরোধী দলের নেতা কে জয়ী করল, তিনি জিতে কী করলেন, যে দলের বিরুদ্ধে ভোট দিল জনগণ সেই দলে নাম লেখালেন। এটা জনগণের সাথে এক ধরনের বেইমানি নয় কি? 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...