Anulekhon.blogspot.com
Friday, 5 February 2021
নেতার বাড়ে নিরাপত্তা, জনগণের জন্য লাঠি।
অদ্ভুত সুন্দর আমার দেশ, ছোট খাটো চুরি ছিনতাই করলে ধরা হবে শাস্তি হবে, তখন পুলিশ প্রশাসন এবং কোর্ট এক হয়ে যাবে। আবার যদি মিথ্যা কেস হয়, তাহলে তো কথাই নেই, আর এখন মিথ্যার যুগে, আর দালাল মিডিয়ার দৌলত্যে কোনটা সত্যযি আর কোন টা মিথ্যযা জানা খুব দুস্কর হয়ে গেছে। তবে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, পুলিশ খুনে অভিযুক্ত, সারদার এবং বিভিন্ন চিটফাণ্ডেরকোটি কোটি টাকা যারা চুরি বাটপারি করল, কলকাতার রাস্তায় ত্রিফলা বাতি, আর ফ্লাই ওভার ভাঙার জন্য যারা. দায়ি তাদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যায়। বড়ো বড়ো তোলাবাজ চিটিংবাজ সিন্ডিকেট করে লুট করা। এসব করে যারা কোটি কোটি টাকা ইনকাম করল, আরা তারা যখন ক্ষমতায় এলো নেতা মন্ত্রী হয়ে গেল। পুলিশ তাদের গ্রেফতার তো দূরের কথা তাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা করে দিল। আর যে জনগণ সর্বশ্রান্ত হয়ে গেল আত্মহত্যা পর্যন্ত করল, সেই জনগণ যদি মুরগি চুরি করে ব্যাস আর যায় কোথায়? ঠিক করে, কারণ চুরি করা অন্যায় কিন্তু সেটা কেবল সাধারণ মানুষের জন্য। বড়ো বড়ো নেতা মন্ত্রী মাফিয়াদের জন্য নয়। বেকার যুবক যুবতী থেকে শ্রমিক কর্মচারী তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করলেই নেমে পরে জলকামান, লাঠি নিয়েে, যা ইংরেজ আমলে পুলিশ করত, এসব দেখে দেখে ভাবি সত্যযি আমরা স্বাধীন হয়েছি তো! যে কোন সরকারী অফিসে যান বড় বড় অফিসার তার গেটে লাগিয়ে রেখেছে বিনা অনুমতি তে প্রবেশ নিষেধ। এই নিষেধ কাদের জন্য সাধারণ মানুষের জন্য, সে ঘন্টারপর ঘন্টা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে যখন কাজ হয় না। আর অন্য দিকে ঘুষ খোর চোর নেতা মন্ত্রীর অনুমতি লাগে না। এই তথা কথিত গুণ্ডা মাফিয়ানেতার দল বুক বাজিয়ে বলে দেয়। পুলিশ কে বোম মার সত্যি যখন বোম মেরে পুলিশ মারা হয়, তখন এই পুলিশ তাকে যার কথায় এসব হলো তাকে নিরাপত্তা দিতে ব্যস্ত থাকে টিভি ক্যামেরার সামনে বলা কথা ভয়েস টেষ্ট করতে পাঠায়। সত্যিই পুলিশ তোমার জবাব নেই, সাধারণ মানুষ থেকে চোর গুণ্ডা মাফিয়া নেতাদের নিরাপত্তা বেশি করে দরকার কারণ দেশ তো স্বাধীন হয়েেছ ওদের লুটে পুটে খাওয়ার জন্য। জনগণের জন্য যত আইন আছে জেল আছে ওদের জন্য নেই, কি সুন্দর ব্যবস্থা। সাধারণ মানুষ বিচার চাইতে কোর্টৈ যাবেন, হায়রে বিচার ব্যবস্থা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় " বিচারের বাণী আজ নিরবে নির্ভিতে কাঁদে।" জনগণের একটাই ভোট সেটা ও দিতে দেয় না, সেখানেও প্রযুক্তির কারচুপি টাকা দিয়ে ভোট লুট। যেমন করেই হোক এই সব চোর কাটমানি খোর মাফিয়া ক্ষমতা দখল করবেই। নেতা মন্ত্রী যদি দেশের জনগণের জন্য এতো কাজ করেন দেশ সেবা করেন তাহলে জনগণের সাথে মিশতে পারে না কেন? কেন কোটি কোটি টাকা খরচ করে নিরাপত্তা নিয়ে ঘুরতে হয়। কেন নেতা দের A থেকে Z ক্যাটাগরি নিরাপত্তা লাগে। ছিঃ ছিঃ পুলিশ এখন চোর গুণ্ডা মাফিয়া দের নিরাপত্তা ব্যবস্থা করে।
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment