Anulekhon.blogspot.com

Tuesday, 12 January 2021

ভ্যাকসিন, কোভিড19, কয়েকটি প্রশ্ন?


 সব থেকে আগেই প্ররশ্ন আসে ছ মাসের মধ্যে কীভাবে একটি ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেল? বিজ্ঞানের এতো উন্নতি সত্যি ভাবা যায় না। অথচ দেখুন ভারত সরকার বা তার বিজ্ঞানিরা এখনও একটা নেট সার্চ ইঞ্জিন তৈরি করতে পারে না, গুগলের উপর নির্ভর করতে হয়? উন্নত মানের প্রতিরক্ষা সরঞ্জাম যুদ্ধাস্ত্র তৈরি করতে পারে না, বিদেশ থেকে কিনতে হয়? এই ভ্যাকসিন কতটা নিরাপদ মানুষের শরীরের, কাগজে কলমে নিরাপদ বাস্তবে দেখা গেল, এই ভ্যাকসিন নেওয়ার পর বেশি মানুষ অসুস্থ হয়ে পরছেন। কে দায় নেবেন, জনগণ কে গবেষণার গিনিপিক বানানো হচ্ছে না তো? কারণ মানুষ মারা গেলে দিল্লির ঐ জল্লাদ গুলো ভীষণ আনন্দ পায়? কারণ ঐ তথাকথিত মিথ্যাবাদী দেশ বেচা অমানুষ গুলোর সাধারণ মানুষের প্রতি ব্যবহার। N. R. C নামে আসামে বাঙালির উপর অত্যাচার, C. A A আন্দোলন তোলার জন্যে দিল্লির আন্দোলন কারি দের উপর অত্যাচার। আর সম্প্রতি লকডাউন ঘোষণা করে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ কে হেঁটে বাড়ি ফিরতে বাধ্য করা। ধনী দের জন্য বিনা ভাড়ার বিমান আর গরীবের জন্য হেঁটে ফেরার ব্যবস্থা ফিরেও রেহাই, পশুর মতো তাদের উপর কীটনাশক প্রয়োগ করা, এসব দেখেছি? তথাকথিত এই সব নেতা মন্ত্রী এবং উচ্চ বেতন ভোগী আমলারা যে খেটে খাওয়া মানুষ গুলো কে মানুষ বলে মনে করে না। সেটা এদের কথা বার্তা শুনেই মনে হয়, পৃথিবী তে অনেক রোগ আছে যার ঔষধ এখন পর্যন্ত আবিষ্কারহয়নি HIV সহ আরও অনেক কিন্তু দেখুন ছ মাসের মধ্যে কোভিড19 এর ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে? এটা কোনো ব্যবসায়ী কে ব্যবসা বাড়াতে সাহায্য করার জন্য নয় তো? কিছু মানুষ মরুক ক্ষতি নেই, ব্যবসায়ী বেঁচে থাকুক, এ্যাকাউন্টে টাকা আসবে, ভোটের প্রচারে সাতাশ হাজার কোটি টাকা খরচ করতে পারবে? এরা যদি সত্যি মানুষ হত তাহলে দিল্লির এই কনকনে ঠান্ডায় বসে থাকা কৃষক দের দাবি মেনে নিতে এক মূহুর্তদেরি করত না। বিচার বিভাগ সে তো দেখলাম বাবরি মসজিদ ভাঙা হয় নি বলে যখন রায় দিল? আরো কয়েকটা ঐতিহাসিক রায় দানের পর বিচারপতি অবসর নিলেন এবং রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন। আমার লেখা জানি কেউ পড়ে না, তবুও বলছি আগে আমাদের প্ররধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী আমলারা ও তাদের পরিবারের লোকজন এবং যারা বিমানে চড়ে বিদেশ থেকে কোভিড19 নিয়ে এলো তাদের গিনিপিক বানানো হোক। কারণ মিথ্যাবাদী স্বৈরাচারী সরকার কে জনগণ বিশ্বাস করে না। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...