Anulekhon.blogspot.com
Thursday, 17 December 2020
নাটকের যবনিকা পাত হোল।
মেদিনীপুরের একটি শহরে যে নাটক গত কয়েক মাস ধরে চলে আসছে মনে হচ্ছে তার যবনিকা পাত আসন্ন। নাটক চলছিলো মনে হচ্ছে শেষের দিকে। কয়েক ঘণ্টার মধ্যেই নাটক সম্পূর্ণ হয়ে যাবে। এই চোরে দের বিরুদ্ধে আপামর জনসাধারণের আরও বেশি বেশি করে আন্দোলন করতে হবে। কারণ 2021 সালের মে মাসে 2006 সালে রাজ্য শুরু হওয়া মা - মাটি - মানুষ যাত্রা পালার যবনিকা পাত ঘটাতেই হবে। রাজ্যের বেকার যুবক যুবতী পার্শ্ব শিক্ষক, অর্থাৎ চুক্তির ভিত্তিতে কাজ পাওয়া যে সব বেকার যুবক যুবতী। যারা 2009 থেকে 2011 পর্যন্ত মিথ্যা কথায় বিশ্বাস করে প্রতারিত হয়ে ছিল। তাদের মধ্যে অনেকেই দ্বিধা গ্রস্থ হয়ে যাচ্ছে, অনেকেই দাদার দল কে ক্ষমতায় আনার কথা বলে যাচ্ছে। সেই সব শিক্ষিত যুবক যুবতী দের, নিজেদের শিক্ষা দিয়ে বিচার করতে হবে। দাদার দল কেন্দ্রীয় সরকারের ক্ষমতা দখল করে আছে। বছরে দু কোটি বেকারের চাকরি দেওয়ার কথা, ছ বছরে 12 কোটি, দেখছি উল্টটো টা। স্বাধীনতার 45 বছরের মধ্যে দেশে বেকারের সংখ্যা সব থেকে বেশি। এখন এই মহামারীতে কয়েক লক্ষ মানুষ কাজ হারিয়ে বেকার, সরকারি সংস্থা বিক্রি করে দেওয়া হয়েছে বা হচ্ছে। আরও বেকার বাড়ছে, ত্রিরিপু রাজ্যের ক্ষমতায় আসার পরেই 10323 জন কর্মরত শিক্ষকের চাকরি চলে গেছে। সব থেকে বড়ো বিষয় বর্তমান শাসক দলটাই বিজেপি হয়ে যাবে। বিজেপি কে ক্ষমতায় আনতে দিদি সাহায্য করবেন। কারণ ভোটের শেষে যদি জোট বেঁধে সরকার হয় তবে দিদি দলবল নিয়ে যোগ দেবেন এবং আবার মুখ্যমন্ত্রী হবেন। সেই কারণেই বাংলার, বেকার যুবক যুবতী যারা আজ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন চাকরির দাবি করছেন। কারণ চাকরির পরীক্ষা দিয়ে পাশ করেও চাকরি হয় নি। তাদের মধ্যে যারা ভাবছেন, দিদি কে তাড়িিয়ে দাদা কে মানে বিজেপি কে ক্ষমতায় আনার চিন্তা করছেন। একবার ভাবুন এই দুই দলের কেবল প্রতিশ্রতি দিতে পারে। চাকরি বা নিয়োগের নাম গন্ধ নেই, একবার 2011 আগের কথা ভেবে দেখুন প্রতি বছর নিয়ম করে এস এস সি, পি এস সি, প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে নিয়োগ করা হতো, আর আজ লাখ লাখ টাকা ঘুষ দিয়েও চাকরি নেই। নিজের এবং আপমোর খেটে খাওয়া বাঙালির স্বার্থে বামপন্থী দের ফিরিয়ে আনতে ঝাঁপিয়ে পডুন। এখন থেকেই বুথে বাড়ি বাড়ি যে যার পরিচিত সকল মানুষের সাথে কথা বলে বোঝান কারণ আপনারা যে আন্দোলন করছেন সেটা কোন তথাকথিত দালাল ঘুষখোর মিডিয়া দেখাবে না। সে কারণেই আপনার ভালোর জন্যই বামেদের ফিরিয়ে আনুন এবং নিজের স্বার্থে প্রচার করতে শুরু করে দিন। কেবল সোশ্যাল মিডিয়ায় নয়। আসুন আমরা সবাই মিলে আগামী 2021 আবার 1977 বানাই।
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment