Anulekhon.blogspot.com

Wednesday, 16 December 2020

দাদার দল বাংলায় ক্ষমতা পেলে 75 লক্ষ চাকরি দেবে।


 দাদার দিল্লি দখল করার আগে কি বলে ছিলেন, 15 লক্ষ টাকা প্রতিটি ভারতবাসীর ব্যাঙ্ক একাউন্টটে ঢুকবে। সবাই পেয়েছে, আবার প্রতি বছর দু কোটি বেকার যুবক যুবতী চাকরি পাবে। এই ছ বছরে 12 কোটি বেকার ছেলে মেয়েরা কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছেন। তাহলে দেশের বেকারের সংখ্যা স্বাধীনতার 45 পর সব থেকে বেশি কেন? ছাড়ুন দাদার দু কোটি দিদির দু লক্ষ, দিদির তো তুলনা নেই, এই দশ বছরের মধ্যে তিনি 20 লক্ষ বেকার কেন, তার হিসাব অনুযায়ী প্রতি বুথে গড়ে 174 জন বেকারের চাকরি হয়ে গেছে। তবুও প্রতিদিনই দেখছি কলকাতার রাজ পথে বেকার ছেলে মেয়েরা আন্দোলন করছে, অনশন করছে, আর দিদির ইংরেজ আমলের সেই পুলিশ এই শীতের রাতে জল কামান দিয়ে লাঠি পেটা করে তুলে দিচ্ছেন। এখন আবার দুযারে দুযারে সরকার কি হচ্ছে দেখছে সব এবং ভীড় বাড়ছে। সরকার যদি   পাঁচ বছরে তিরিশ বছরের কাজ করে দেয় তাহলে এত লাইন কিসের। কান পেতে শুনন ওখানে কেবল স্বাবাস্থ্য সাথী হচ্ছে না, রেশন কার্ড, বাংলার আবাস যোজনা থেকে সব কিছুর ফর্ম পূরণ করা হচ্ছে। আর সেই কারণেই আজ মাননীয়ার বক্তব্য ফর্ম পূরণ করলেই পরিষেবা পাওয়া যাবে এমন টা নাও হতে পারে। কারণ উনি বুঝতে পারছেন মানুষ তার নাটক ধরে ফেলছে। আসুন এই দুই নাটক মঞ্চস্থ কারি দল কে আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মাটি থেকে উৎখাত করে। বাঙালি কে আবার তাদের হারানো মর্যাদা ফিরিয়ে দিতে বাম দিকে ফিরে যাই। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...