Anulekhon.blogspot.com

Monday, 16 November 2020

দেব দেবীরাও মর্ত্যলোক ছেড়ে যেতে চান না!


 আগে আমার ছোট বেলা মনে পড়ছে, দুর্গা পুজো হতো চার দিন, কোন কোন বছর পাঁচ দিন। এখন পর্যন্ত দুর্গা পুজোর বিষয় ঠিক থাকলে ও অন্যান্য ঠাকুর পুজো দেখলে মনে হবে, তিনি মর্ত্যে এসে আর যেতে চাইছেন না। এটা সব জায়গায় না             বঙ্গের বেশ কিছু জায়গায় থেকেই যান তিনি, যেমন ধরুন কোজাগরি লক্ষ্মী পুজো আগে দুদিন, এখন কিছু জায়গায় এসে চার দিন পাঁচ দিন থাকেন। কালী পুজো দীপান্বিতা কালি পুজো এই ক দিন আগে যে পুজো হলো, ইনিও ক্ষেত্র বিশেষে চার পাঁচ দিন থেকে যান। . কার্তিক মাসের        কার্তিক পুজো তিনি ক্ষেত্র বিশেষে থেকে যান চার থেকে পাঁচ দিন। মাঘ মাসের সরস্বতী পুজো, ইনিও আসেন কোথাও কোথাও করে চার দিন থাকেন। ফাল্গুনের শিব দুর্গা পুজো যে টি এক রাতের পুজো তিনিও আসেন তিন দিনের জন্য। অর্থাৎ দেখা যাচ্ছে    দুর্গার সাথে সকলে মিলে প্রতিযোগিতায় নেমেছে। কার কত ভক্ত আছে, আর কে কত দিন থাকতে পারে, সত্যি দেবতার এত মহিমা এবং তাদের মধ্যেও ক্ষমতা   অর্থাৎ মর্ত্যে থাকার ক্ষমতা প্রতিযোগিতা শুরু হয়েেছে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...