Anulekhon.blogspot.com

Saturday, 3 October 2020

অক্টোবর মাসে MDM রেশনের সাথে দেওয়া হবে মাস্ক, বাদ প্রাক প্রাথমিক শ্রেণি ।

খুব ভাল সিদ্ধান্ত, অক্টোবর মাসে MDM রেশনের সাথে ছাত্র ছাত্রীদের দেওয়া হবে মাস্ক যা ইতিমধ্যে বিদ্যালয় গুলিতে পৌঁছে গেছে। মাস্ক গুলোর মাপ এতো ভালো যে তাতে মুখ চাপা পড়লে নাক বেড়িয়ে থাকবে আর সবার হবে কিনা সন্দেহ, কারণ খুবই ছোট। আরেকটা বড়ো বিষয় এই মাস্ক দেওয়া হবে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের। প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র ছাত্রীরা বাদ, দু বছর আগে  এদের পোশাক দেওয়া হতো না, আসলে 2013 সাল থেকে প্রাক প্রাথমিক বলে একটা শ্রেণী প্রাথমিক বিদ্যালয়ের সাথে যুক্ত করা হয়েছে সেটা ভুলে যায় এ সরকার, না আছে তাদের পড়ানোর মত বই, না আসে অন্যান্য সুযোগ সুবিধা অথচ এই সরকারের আমলে শুরু হয়েছে এই প্রাক প্রাথমিক শ্রেণি। আর এসবের জন্য প্রতি নিয়ত শিক্ষক দের বলতে হয়, নয় আন্দোলন করতে হয়। অনেক বলে এদের MDM এর ব্যবস্থা করেছে দু তিন বছর আগে। জামা বা পোশাকের টাকা দেওয়ার জন্য বা পোশাক দেওয়ার জন্য অনেক আন্দোলন করতে হয়েছে শিক্ষক দের, বিশেষ করে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি শিক্ষক দের একটা দাবি ছিল এদের বঞ্চিত করা যাবে না। যা হোক এত দিন পর সরকার পোশাক দিল মিডে মিলের ব্যবস্থা করল, কিন্তু দেখুন এই কোভিড19 মাস্ক ওদের জন্য নেই। কি সুন্দর ব্যবস্থা না, যে মাপে মাস্ক এসেছে ওদের মানে পাঁচ বছরের বাচ্চাদের ভালো হবে বাকি শ্রেণির ছাত্র ছাত্রী নিয়ে যাবে পরতে পারবে কিনা জানি না! যাহোক ভোটের প্রচার তো হল, আবার জয় বাংলা লেখা আছে, কি জানি পশ্চিমবঙ্গ কি জয় করল? 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...