Anulekhon.blogspot.com

Thursday, 1 October 2020

আসুন আমরা সবাই আওয়াজ তুলি হিন্দি বলয়ের "ঠাকুর" দের বর্জন করি।

আজ সময় এসেছে এই হিন্দি বলয়ের মানুষ তথাকথিত ঠাকুর তাদের সারাদেশে ব্যপি বয়কট করার, কারণ এই সব ঠাকুর নামক কুকুরের দল দেশের শত্রু এরা ভারতীয় সভত্যা কে আদিম যুগে নিয়ে যাচ্ছে কিছুতেই এগিয়ে যেতে দেবে না। কারণ এরাই ইংরেজ আমলে ব্রিটিশদের দালাল ছিল, পা চাট তো আর এখন টাকা আর দেশের তথা ঐ সব রাজ্যে শাসক ও প্রশাসন সহায়তায় সব মানুষ কে মানুষ বলে মনে করেন না। শুনেছি এদের অনেকের নিজস্ব বাহিনী আছে, তারা আবার বেশিরভাগ দলিত লোক বন্দুক পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, স্বাধীনতার আগে থেকেই এরা শিক্ষা দীক্ষায় এরকম, উৎশৃঙ্খল মেয়েদের তো মানুষ বলে মনে করে না। আর এখন দেশের শাসক দল এদের টাকার উপরে নির্ভরশীল এরা নির্বাচন পরিচালনা করে ঐ গুণ্ডা বাহিনী নিয়ে, স্বাধীনতার সত্তর বছর হয়ে গেল সংবিধানের বিভিন্ন ধারা আছে যে কোন ভাবেই জাতিভেদ করা যাবে না কিন্তু না চোরা না শোনে ধর্মের কাহিনী, দলিত ঘোড়ায় চাপলে দোষ, দলিতের ছোঁয়া মাঠে চাষ করা ফসল খাচ্ছে তাতে দোষের কিছু নেই, কিন্তু দলিত যদি খাবার জলের কুয়োর কাছে গেছে ব্যাস সব আক্রোশ তার উপর, একবিংশ শতাব্দী তে দাঁড়িয়ে উত্তর প্রদেশের বিহার প্রভৃতি রাজ্যের পুলিশকে দেখে মনে হচ্ছে আমরা সেই ব্রিটিশ শাসনে বাস করছি স্বাধীন নয়। দেশ স্বাধীন হয়নি, একটা নারকিয় ঘটনা, কেবল একটা! একের পর এক মেয়ে কে আজ এই জঘন্য পাপির দল খুন করে দিচ্ছে তার দেহ ভোগ করার পর আর প্রতিটি রাজ্যের প্রশাসন চুপ করে বসে আছে, বিচার নেই আমাদের পশ্চিমবঙ্গের একটা ঘটনাও আজ পর্যন্ত বিচার হয় নি। আর ঐ সব হিন্দি বলয়ের সে তো বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চলছে, এই যে ঘটনা ঘটেছে দলিত মেয়ে তাই তার অপরাধীদের ধরা যাবে না কারণ যারা করেছে তারা ঠাকুর সম্প্রদায়ের মানুষ, সেই কারণে পুলিশ প্রশাসন বোঝাচ্ছে কেস তুলে নিতে। আসুন আমরা সবাই মিলে একটা আওয়াজ তুলি ঐসব রাজ্যের ঠাকুর গুলো কে কুকুরে পরিনত করি ওদের সম্প্রদায়ের মানুষ যেখানে যেখানে আছে সেখানে সেখানে বিক্ষোভ শুরু হোক। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...