আজ সময় এসেছে এই হিন্দি বলয়ের মানুষ তথাকথিত ঠাকুর তাদের সারাদেশে ব্যপি বয়কট করার, কারণ এই সব ঠাকুর নামক কুকুরের দল দেশের শত্রু এরা ভারতীয় সভত্যা কে আদিম যুগে নিয়ে যাচ্ছে কিছুতেই এগিয়ে যেতে দেবে না। কারণ এরাই ইংরেজ আমলে ব্রিটিশদের দালাল ছিল, পা চাট তো আর এখন টাকা আর দেশের তথা ঐ সব রাজ্যে শাসক ও প্রশাসন সহায়তায় সব মানুষ কে মানুষ বলে মনে করেন না। শুনেছি এদের অনেকের নিজস্ব বাহিনী আছে, তারা আবার বেশিরভাগ দলিত লোক বন্দুক পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, স্বাধীনতার আগে থেকেই এরা শিক্ষা দীক্ষায় এরকম, উৎশৃঙ্খল মেয়েদের তো মানুষ বলে মনে করে না। আর এখন দেশের শাসক দল এদের টাকার উপরে নির্ভরশীল এরা নির্বাচন পরিচালনা করে ঐ গুণ্ডা বাহিনী নিয়ে, স্বাধীনতার সত্তর বছর হয়ে গেল সংবিধানের বিভিন্ন ধারা আছে যে কোন ভাবেই জাতিভেদ করা যাবে না কিন্তু না চোরা না শোনে ধর্মের কাহিনী, দলিত ঘোড়ায় চাপলে দোষ, দলিতের ছোঁয়া মাঠে চাষ করা ফসল খাচ্ছে তাতে দোষের কিছু নেই, কিন্তু দলিত যদি খাবার জলের কুয়োর কাছে গেছে ব্যাস সব আক্রোশ তার উপর, একবিংশ শতাব্দী তে দাঁড়িয়ে উত্তর প্রদেশের বিহার প্রভৃতি রাজ্যের পুলিশকে দেখে মনে হচ্ছে আমরা সেই ব্রিটিশ শাসনে বাস করছি স্বাধীন নয়। দেশ স্বাধীন হয়নি, একটা নারকিয় ঘটনা, কেবল একটা! একের পর এক মেয়ে কে আজ এই জঘন্য পাপির দল খুন করে দিচ্ছে তার দেহ ভোগ করার পর আর প্রতিটি রাজ্যের প্রশাসন চুপ করে বসে আছে, বিচার নেই আমাদের পশ্চিমবঙ্গের একটা ঘটনাও আজ পর্যন্ত বিচার হয় নি। আর ঐ সব হিন্দি বলয়ের সে তো বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চলছে, এই যে ঘটনা ঘটেছে দলিত মেয়ে তাই তার অপরাধীদের ধরা যাবে না কারণ যারা করেছে তারা ঠাকুর সম্প্রদায়ের মানুষ, সেই কারণে পুলিশ প্রশাসন বোঝাচ্ছে কেস তুলে নিতে। আসুন আমরা সবাই মিলে একটা আওয়াজ তুলি ঐসব রাজ্যের ঠাকুর গুলো কে কুকুরে পরিনত করি ওদের সম্প্রদায়ের মানুষ যেখানে যেখানে আছে সেখানে সেখানে বিক্ষোভ শুরু হোক।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।
ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...
-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...

No comments:
Post a Comment