Anulekhon.blogspot.com

Thursday, 10 September 2020

বিহার ভোটের শিকার রিয়া চক্রবর্তী।

ছবিটি অন লাইন সংবাদ পোর্টাল ডেইলি হান্ট থেকে নেওয়া ।কেন্দ্রীয় শাসক দল এবং তার সহযোগী নীতিশ কুমার সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু নিয়ে যে ভাবে এই রিয়া চক্রবর্তী কে গ্রেফতার করেছে সে সব দেখে শুনে মনে হচ্ছে এটি একটি চক্রান্ত কারণ সামনে নির্বাচন এমন কোন ভালো কাজ বিহার রাজ্যের সরকার বা কেন্দ্রীয় সরকার করে নি যেটা প্রচার করে ভোটে নির্বাচিত হওয়া যায়, মাইগ্রেন্ট লেবার বলুন আর কোভিড19 এর সময়ে মানুষ কে পেটানো ছাড়া কিছু কাজ নেই। আর কত মিথ্যা কথা বলে মানুষ কে ধোঁকা দেওয়া যাবে তাই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এদের হাতিয়ার কিছু মানুষের মনে প্রভাব পড়েছে আর জাতি বিদ্বেষ ছড়ানো অর্থাৎ বাঙালি জাতির প্রতি বিদ্বেষ থেকেই এই ব্যবস্থা। বিজেপি বাংলা বিদ্বেষী সে অনেক ক্ষেত্রেই প্রমাণ পাওয়া গেছে, এটি তার একটা অংশ। আসুন সকলে মিলে এর প্রতিবাদ করি। আমরা ভারত বাসী বিজেপি  হিসেবে বিহারি বাঙালি নয় এটা প্রমাণ করতে হবে। দেশের মানুষ কে যত রকম ভাবে ভাগ করা যায় সেই চক্রান্ত বরাবর করে এসেছে এই দল সে ভাষা দিয়ে জাত ধর্ম নিয়ে কেবল মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ক্ষমতা দখল করার চেষ্টা। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...