Anulekhon.blogspot.com

Monday, 10 August 2020

আমার ব্লগের সমস্ত পাঠক কে শুভ জণ্মাষ্টমীর শুভেচ্ছা।

আজ সারা ভারত জুড়ে পালিত হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের জণ্ম তিথি, তথা শুভ জণ্মাষ্টমী। কথিত আছে মামা কংসের কারাগারে মাতা দৈবকি, আজকের তিথিতে জণ্ম দিয়ে ছিলেন এই মহান পুরুষ কে।জণ্মের পরে কিছু অলৌকিক ঘটনা ঘটে, এবং দৈববানী হয়, পিতা বাসুদেব যমুনা নদী পার করে তাকে রেখে আসেন নন্দালয়ে। সেখান থেকে মেয়ে রূপী যোগমায়া কে নিয়ে আসেন কারাগারে। কংস যখন দৈবকির অষ্টম গর্ভের সন্তান যে নাকি তার সাক্ষাৎ মৃত্যু দূত হিসেবে জণ্ম গ্রহণ করেছে, তার বোন দৈবকির গর্ভে তাকে ধ্বংস করতে উদ্যোগী হন। পাষানের উপর নিক্ষেপ করেন, তখন যোগমায়া রূপী মেয়ে নিজ রূপ ধারণ করেন, এবং বলেন "তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে" বলে অদৃশ্য হয়ে যান। আমার যে টুকু জানা আছে, কংসের বোন দৈবকির বসুদেবের সাথে বিবাহের পর, কংস তাদের রথে করে রাখতে যাচ্ছিলেন বসুদেব গৃহে। পথ মাঝে দৈববানী হয়, দৈবকির গর্ভের অষ্টম সন্তান কংসকে ধ্বংস করবে বা হত্যা করতে ধরাধামে আসবেন। এই কথাটা শোনার পর কংস ওদের আর বসুদেবের বাড়িতে নিয়ে যাননি, ফিরিয়ে এনে কারাগারে বন্দি করে রাখেন। তিনি পরপর দৈবকির সাত সন্তান কে পাষানে আছড়ে মেরে ফেলেন। এরপর আসে সেই শুভক্ষণ, জণ্ম নেন দ্বাপরের ভগবান শ্রীকৃষ্ণ, আজকের এই তিথীতে। আজকের দিনটি সকলের শুভ হোক, ভগবান শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুন। সকলের শুভবুদ্ধির উদয় হোক।সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ঈশ্বরের কাছে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...