আজ বাঙালি তথা ভারত বাসীর একটি দুঃখের দিন। বাংলা তথা ভারত মায়ের দামাল ছেলে, ক্ষুদিরাম বসুর আত্ম বলিদানের। আজকের দিনে মজফরপুর জেলে, তৎকালীন ব্রিটিশ সরকার ফিটন গাড়িতে বোমা মারার অপরাধে ফাঁসি দিয়ে ছিল। যাকে মারার জন্য ফিটন গাড়িতে বোমা হামলা, সেই অত্যাচারী পুলিশ অফিসার কিংসফোর্ড গাড়িতে ছিলেন না। ভুল বশত এক নীরিহ ইংরেজ পরিবার সেদিন মারা গিয়েছিল। একথা শুনে ক্ষুদিরাম বসু আফসোস করে ছিলেন, পরবর্তীতে 1908 সালের আজকের দিনে মজফরপুর জেলে তার ফাঁসি দেওয়া হয়। আরেক জন প্রফুল্ল চাকি ধরা না দিয়ে নিজের মাথায় নিজেই গুলি করে শহীদের মৃত্যু বরণ করেন। দূর্ভাগ্য আজকের দিনে বাঙালি এদের নীতি আদর্শ তথা বাংলার মানুষ কে যে স্বাধীনতা দিতে চেয়েছেন, সেটা আজ কিছু চোর ছ্যাঁচর মিথ্যাবাদী চিটিংবাজ দের দখলে। এই চোর ছ্যাঁচর মিথ্যাবাদী চিটিংবাজ ডাকাত বাটপারের দল একবার এ ফুল একবার ও ফুল করে বেড়াচ্ছে কোন ফুলে বেশি মধু খুঁজে বেড়াচ্ছে। কিছু সমর্থক আছে তারাও এই এ ফুল ও ফুল করে মধু খেয়ে বেড়াচ্ছে কর্মী মৌমাছির মত, যদি একটু মধু জোটে। আসুন আমরা সকলে শপথ গ্রহণ করি এই সব মহান বিপ্লবী দের আদর্শ কে প্রতিষ্ঠিত করতে, এই সব চোর চিটিংবাজ মিথ্যাবাদী বাটপারের দলকে বাংলা থেকে বিদায় দেব।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment