Anulekhon.blogspot.com

Friday, 24 July 2020

সাধারণ মানুষের ভোটের মূল্য চাই।

খুব তাড়াতাড়ি আমরা হয়তো দেখতে চলেছি, পশ্চিমবঙ্গে আরেকটা রাজনৈতিক দল। কারণ যে ভাবে দিল্লি থেকে ফিরে এসেছেন। আর বাকি দের দিল্লি যাওয়া হয় নি। সে কারণেই মনে হচ্ছে, নতুন দল গঠন করা হতে পারে, না হলে লজ্জা হীন ভাবে পুরোনো দলে ফিরে যেতে হবে। সোশ্যাল মিডিয়ায় এবং অন লাইন সংবাদ পত্র পড়ে আমার মনে হয়েছে। যদি নতুন দল গঠন করা হয়, খুব ভালো হবে। তবে রাজনীতির লোক গুলো কে দেখে দেখে আমার মনে হয় এরা একদম লজ্জা হীন। টাকার জন্য সব পারে, দল বদল করা যেন মুড়ি মুড়কি, এটা বন্ধ করতে কড়া আইন চাই, যে মূহুর্তে দল বদল করবে সাথে সাথে তার সেই সদস্য পদ খারিজ করে দেওয়া হবে, এবং নতুন করে নির্বাচন করতে হবে। কারণ আমি একট দলের নীতি আদর্শ কে বিশ্বাস করে ভোট দিলাম, সে C. P. I. M. এর হয়ে জিতল কিম্বা কংগ্রেসের হয়ে জিতল, কিন্তু ক্ষমতা এবং টাকার লোভে চলে গেল শাসক দল বা অন্য দলে। তাহলে আমার বা সাধারণ মানুষের ভোটের দাম থাকল না। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠুক, এই সব দল বদলু দের সদস্য পদ সাথে সাথে খারিজ করে দিতে হবে। সে যে স্তরের নির্বাচিত প্রতিনিধি হোক পঞ্চায়েত থেকে শুরু করে এম পি পর্যন্ত প্রত্যেকের জন্য এরকম কড়া আইন চাই। আমার মতো সাধারণ ভোটারদের ভোটের মূল্য চাই।। বর্তমানে যারা ক্ষমতা আছে তারা তো দেশ বেচতে আর দল ভাঙিয়ে নিজের দলে নিয়ে সরকার গড়তে ওস্তাদ। সে টাকার বিনিময়ে হোক আর যেভাবেই হোক। এরা এরকম আইন আনবে না, এরা মানুষ কে মানুষ বলে মনে করে না। সাধারণ মানুষ ওদের কাছে একটা সংখ্যা মাাত্র, আমার মনে হয় আমার দাবিটি আমার মতো সকল সাধারণ ভোটারের । দল বদলু দের, সদস্য পদ খারিজ করতে হবে।পুনরায় নির্বাচন করতে হবে।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...