রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে, নেতা, মন্ত্রী, এম - - এল - এ, এম - পি, রা করোনা আক্রান্ত হয়ে যাচ্ছে। খুব খারাপ লাগছে কারণ এরা দেশের জন্য জন্য নিবেদিত প্রাণ, হাসতে হাসতে নিজের প্রাণ বিসর্জন দিতে পারে দেশের জন্য। মানুষের সেবা করতে, এরা সিদ্ধ হস্ত কেবল কমিশন কাট মানির 75% হলেই পরিষেবা পাওয়া যাবে। কিসে নেই, আগে সারদা, রোজভ্যালি,এমপিএএস গ্রীনারি, আরও নানা চিট ফাণ্ড, আর প্রাথমিক বিদ্যালয়ের এমনকি আই সি ডি এসের রাঁধুনি নিয়োগের জন্য ঘুষ। আর এখন সরকারের প্রকল্প, মাচা ক্লাবের টাকা, আমি ছবি দিলাম না, এখন আমার যাতায়াতের পথে একটা মাচা ক্লাব চোখে পড়ে, একটি নালা বা খালের উপর মজবুত মাচা বাঁধা হলো কয়েক দিন আগে, এখন সেটা বেশ সুন্দর করে টিন দিয়ে ঘিরে সুন্দর দরজা লাগিয়ে নিয়ে ক্লাব, কাজ কি ঢালাই রাস্তা হচ্ছে, তদারকি করা, বুঝতেই পারছেন। আর ঐ ক্লাবের আশ পাশে ঝাণ্ডার রম রমা, জানেন তো সত্যি কথা বলতে মানা। আর আছে বালি খাদান, একশ দিনের কাজ, এখন তো আমফান নতুন যোগ হয়েছে।কেন যে দিদি বলতে গেলেন টাকা ফেরত দিতে হবে। এখন তো দেখছি অন্য ফুলের পঞ্চায়েত সদস্য তারও করোনা পজিটিভ হয়ে যাচ্ছে। অথচ বাড়ির লোক জন দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে। কেউ কিছু বললেই হুমকি, আসলে ফুলে ফুলে মাসতুত ভাই। মানুষ আবার ঐ ফুল কে ক্ষমতায় আনার পরিকল্পনা করে বসে আছে। যাহোক আজ এই পর্যন্ত, দিদির প্রতিশ্রুতি আর দিদির আরেক ভাইয়ের ক্ষমা চাওয়া নিয়ে। পরে লিখব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন ।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment