Anulekhon.blogspot.com

Tuesday, 5 May 2020

করোনা মতো মহামারী কে উপেক্ষা করে খেলাশ্রীর নামে ভোট প্রস্তুতি।

এক্সপ্রেস নিউজের খবর। করোনার মতো মহামারী আরও প্রবল আকারে ধেয়ে আসছে, হাসপাতালের ডাক্তার দের PPE নেই, নেই রোগ পরীক্ষার কিটস।গরীব নিম্ন মধ্যবিত্ত অনেক মধ্যবিত্ত মানুষের পেটে ভাত নেই। রেশন কার্ডের নামে প্রহসন চলছে। রেশন সে তো চোরের দখলে কে কত চুরি করে নিজের নামে এবং দলের স্টিকার লাগিয়ে বিলি করতে পারে তার প্রতিযোগিতা এর মধ্যে পাচ্ছে কারা দুই দলের সমর্থক যাদের কেনার ক্ষমতা আছে। একমাত্র বামপন্থীরা কোন দল না দেখে গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে প্রথম থেকেই কিভাবে, চাঁদা তুলে, যার দেবার ক্ষমতা আছে তার থেকে সাহায্য নিয়ে, সেই প্যাকেটে কোন স্টিকার নেই। সাধারণ খেটে খাওয়া মানুষ আজ বড়ো অসহায় কাজ চলে গেছে টাকা নেই, পরিযায়ী শ্রমিক দের ফিরিয়ে আনার উদ্যোগ নেই। এতো নেই এর মধ্যে দিদি খেলাশ্রীর টাকা দিচ্ছেন কাদের ক্লাব গুলো কে যাতে আগামী বিধানসভা নির্বাচনের সময় মদ মাংস খেয়ে মানুষের উপর অত্যাচার করে ভোট আদায় করতে পারে। আর দিদি ভাই ভাইপো ভাইঝিরা চুরি করে তোলা বাজি করে কাটমনির ভাগ পাঠিয়ে কোটি কোটি টাকার মালিক হতে পারে তার ব্যবস্থাপনা করতে পারে, দারুণ ব্যবস্থা। আর দাদা মনি চোরের দল কে মদত দিয়ে যাচ্ছে যাতে আরও চুরি করতে পারে।। সিবিআই তদন্তের নামে মানুষের সাথে প্রতারণা চলছে, আর এই সময় দিল্লির দাদা কি করছে, চোর ঋণ খেলাপি দের কোটি কোটি টাকা ঋণ মুকুব করে দিচ্ছে। থালা ঘন্টা কাঁসর বাজানো মোমবাতি জ্বালান সর্বশেষ কয়েক শ কোটি টাকা খরচ করে হাসপাতাল গুলোর উপর ফুল ছড়িয়ে দিচ্ছে। তাই সময এসেছে এই দুই চোর চিটিংবাজ ধাপ্পাবাজকে বাংলা ছাড়া করার ওরা যেমন এখন থেকে প্রচার শুরু করে দিয়েছে, সেই ভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলি এখন থেকে আর নয় অনেক হয়েছে এবার তুমি বাংলা ছাড়। যেমন পরিযায়ী শ্রমিক দের ভাড়া নেওয়া যাবে এই আহ্বানে আপনারা ঝড় তুলে বন্ধ করে দিলেন ভাড়া নেওয়া সেই ভাবেই ঝড় তুলুন আগামী বছর যদি বাম কংগ্রেস জোট করেও হয় তাহলেও পাল্টে ফেলি এই সরকার কে। আর যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের প্রতিজ্ঞা বদ্ধ হতে হবে। শত প্রলোভনে ভয়ে দল পাল্টে চোরের দলে নাম লেখান যাবে না। অনেকেই পড়ে বলবেন চৌঁত্রিশ বছরে চুরি হয়নি। দিদি 2006 থেকে বেশি বেশি করে প্রচার করে ছিলেন, অনেকেই বলবেন ভুলে গেলেন সাঁইবারি, বিজন সেতু, মরিচ ঝাঁপি, কঙ্কাল কাণ্ড আরও বেস কিছু তাদের আমি উত্তর এখানে দিলাম দিদি এই সব বলে ক্ষমতায় এসে এগারো না বারোটা কমিটি গঠন করে ছিলেন, ও সাথে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দূর্ঘটনা ছিল। আর ছিল নন্দী গ্রাম সিঙ্গুর সিবিআই তদন্ত সব রিপোর্ট দিদির কাছে জমা আছে। একটাও প্রকাশ করেনি, যিনি এসব প্রশ্ন করেন তিনি ঐ চোরের সমর্থন করেন। আমার তো মনে হয় তিনি ঐ চুরির ভাগ পান যে হেতু ঐ দলের সমর্থক সেই সুত্র ধরে জানতে পারেন অথবা আর টি আই করে জানতে পারেন। অত গুলো কমিটি তৈরি করেও একজন বাম নেতা মন্ত্রীকে জেলে বন্দি করতে পারে নি উল্টোটাটা ঘটেছে, সরকারে থাকা কালীন নেতা মন্ত্রী সাংসদ জেল খেটে এসেছে। গত লোকসভা নির্বাচনের আগে সিবিআই ভুভুবনেশ্বর বেড়িয়ে আসার প্যাকেজ দিয়ে ছিল। তাই বলি যদি বেকার ছেলে মেয়েদের চাকরি চান, যদি না চান চাকরি তালিকা ভুক্ত হয়ে চাকরি না পেয়ে ঐ চাকরি প্রার্থীরা অনশনে করে এবং অনশন করতে গিয়ে গর্ভের সন্তান নষ্ট না হয়ে যায়। অনশনের পরও দু তিন বছর হয়ে গেল এখন তারা একজনও চাকরি পায় নি। নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আর আপামর বাঙালির স্বার্থে আজ 5/5/2020 কার্ল মার্কস এর জণ্ম দিনে আমরা প্রতিজ্ঞা করি। চোর চিটিংবাজ মিথ্যাবাদী ধাপ্পাবাজ দের সরিয়ে, আগামী 2021 সাল /বাংলা হোক লালে লাল। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...