Anulekhon.blogspot.com

Sunday, 3 May 2020

ভারতী ঘোষের মা, এখন আমাদের মা।

দেবময় মণ্ডল জানি না আসল নাম কি না! তবে এই পেজের নাম দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। ভারতী ঘোষ মা বলে মঞ্চে উঠে পায়ে হাত দিয়ে প্রণাম করছিলেন। আর ও দু এক জন মা বলে ছিলেন, তারা এখন কেউ আর বর্তমানে শাসক দলে নেই। প্রত্যেকেই দল বদল করে বিজেপি তে গেছে। ফুলে ফুলে মাসতুত ভাই, এক ফুলের মধু যেই বেশি খেয়ে হজম হচ্ছে না। অমনি আরেকটা ফুলে চলে যাচ্ছে। এক ফুলের চোর অন্য ফুল মানে বড়ো ফুলে গেলেই সাধু, দারুণ ব্যাপার! কতজন গেছে এর মধ্যে দেখ এরা এখন সবাই ভাল। এর মধ্যেই মনে হয় তোয়ালের নীচে টাকা নেওয়ার লোক আছে।
তবে যাই বলিস ভাই সবার মা, তাহলে সব বাঙালি চোর আর তোলা বাজ, আর কাট মানির ভাগ পায়। সবাই সারদা, রোজভ্যলী, এম পি এস গ্রীনারির টাকা বাটপারি করেছে! সবাই তাহলে বালিখাদান থেকে কয়লা খাদান থেকে টাকা তোলা তোলে! আমার মনে হয় না, আর সেই কারণেই বাঙালি জাতি এখনও ঐ ফুলে ফুলে মাসতুত ভাই এর দল দুটো কে বাদ দিয়ে মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছে। জানি না ভাই তোমার ভাগ কতটা যার জন্যে তুমি ঐ পেজে যোগ দিতে বলছ। কয়েক বছর আগের ইতিহাস ঘেঁটে দেখ দেখতে যে মা বলেছে সেই বিপদে পড়েছে। তাই আমি অন্তত তোমার ঐ দলে নেই। ভালো থেকো বুঝে শুনে মা বল।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...