Anulekhon.blogspot.com

Thursday, 30 April 2020

এই মে দিবসে সকল শ্রমিকের দূর্দিন কেটে নতুন সূর্য উঠুক।

আগামী কাল মে দিবস সকল শ্রমিকের দূর্দিন কেটে যাক নতুন সূর্য উঠুক ।আসুক নতুন সকাল, সকলের শুভবুদ্ধির উদয় হোক। আটকে পরা পরিযায়ী শ্রমিক তার পরিবারের কাছে ফিরে আসুক। না খেয়ে রাস্তা হেঁটে এসে যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাই। আর যেন মৃত্যু না দেখতে হয়। সকলে সুস্থ থাকুন, অন্ধ কালা সরকারের কানে পৌঁছে যাক ক্ষুধার্ত শ্রমিকের আর্তনাদ। আসুন সকলে মিলে প্রতিবাদে সামিল হই। এখন একটা কথা মিডিয়ার মাধ্যমে জেনে ভাল লাগছে যে এদের বাড়িতে ফিরিয়ে দেবার ব্যবস্থা করা হবে। বিশেষ করে যারা দিল্লি তে আছে। কারণ দিল্লির ঐ আম না জাম পার্টির যিনি প্রধান বা মুখ্যমন্ত্রী তাকে এই পরিস্থিতিতে মানুষ বলে মনে হচ্ছে না। আবার এদিকে আরেকটা খবর পড়লাম জাহাজে করে উপমহাদেশে আটকে থাকা ভারতীয় দের ফিরিয়ে আনা হবে।
তাহলে এরা যদি সেনা বাহিনীর জাহাজে অন্য দেশের থেকে দেশে আসতে পারে। তাহলে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে এদের ফেরানো যাবে না কেন? সব দিক থেকে আওয়াজ উঠুক হয় এদের ফিরে আসার ব্যবস্থা করা হোক, নয় তো সেই রাজ্য সরকার ওদের দায়িত্ব নিক কেরল সরকারের মতো। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...