Anulekhon.blogspot.com

Monday, 27 April 2020

এই লক ডাউনে M DM এর চাল আলু বিতরণে স্থানীয় শিক্ষক দের ভূমিকা।

আমি সরকার কে ধন্যবাদ জানাই, এই সময়ে বিদ্যালয়ের মাধ্যমে MDM এর চাল আলু  বিতরণ করার জন্য। সত্যিই সাধু বাদ পাবার যোগ্য অনেক বাড়িতে এই সময়ে মানুষ কর্মহীন যে কোন ভাবে তাদের অল্প হলেও এই সাহায্যে কাজে আসবে, এই প্রকল্প রূপায়ণে বাধ সাধছে কতিপয় স্থানীয় শিক্ষক। যারা ট্রেনে বাসে শিক্ষকতা করতে যান। তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। আবার যার নিজস্ব যান বাহন নেই একদমই ট্রেন বাসের উপর নির্ভরশীল। সেরকম শিক্ষকদের যাওয়া অসম্ভব তাহলে কি হবে? এই কঠিন পরিস্থিতিতে সরকারের এই সুন্দর উদ্যোগ মাঠে মারা যাবে। কিছু স্থানীয় শিক্ষক সে যে কেউ হতে পারে তারা এই প্রকল্প এগিয়ে নিয়ে যাবে, দেখা যাচ্ছে কিছু শিক্ষকের বিদ্যালয়ের কাছে বাড়ি তবুও তিনি যাচ্ছে না। এই সব শিক্ষক দের বিরুদ্ধে প্রশাসন কে ব্যবস্থা নিতে হবে। হয় তাদের ঐ দিন গুলোর বেতন কেটে নিয়ে ত্রাণ তহবিলে নিতে হবে। কারণ তিনি বাড়ির বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে যাচ্ছেন, আর বিদ্যালয়ের প্রয়োজনে তার শরীর খারাপ করে যাচ্ছে, বা বলছেন করোনা হয়ে যাবে। আজ এদের জন্য সরকারের এই সুন্দর উদ্যোগ নষ্ট হতে বসেছে। না আছে ছাত্রদের খবর দেওয়া না আছে অন্য সহযোগিতা, বিদ্যালয়ে গিয়ে এই চাল আলু মানুষ কে দিলে করোনা হয়ে যাবে। আর নিজের বাড়ির বিভিন্ন প্রয়োজনে দিনে চার বার বাইরে চলে যাচ্ছে তখন করোনা হবে। আমার মতে এদের ঐ অনুপস্থিতর অর্থাৎ MDM দেবার জন্যে নির্ধারিত দিন গুলি তে হাজির না হওয়ার জন্য অবশ্যই বেতন। কেটে নেওয়া বা অন্য কোন শাস্তির ব্যবস্থা করতে হবে, না হলে সরকারের এত সুন্দর চিন্তা আগামী দিনে পরিচালনা করা সত্যিই কঠিন হয়ে পরবে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই লেখাটা লিখলাম। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...