Anulekhon.blogspot.com

Sunday, 8 March 2020

পশ্চিমবঙ্গরে শাসকের আচার্যের গুন।

বাংলায় একটা প্রবাদ আছে চোরে চোরে মাসতুত ভাই। সঠিক লোক নিয়োগ করা হয়েছে পরামর্শ দেওয়ার জন্য। ইনি কন্টেন্ট চুরি  করেছেন, বলে অভিযোগ করেছেন শ্বাশত গৌতম নামে এক ব্যক্তি। প্রশান্ত কিশোর ও তার দলের বিরুদ্ধে, শনিবার পাঠনার আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এ খবর আমার নয় কেবল টি ডি এন বাংলার। আমার মনে হচ্ছে সঠিক ব্যক্তি কে ডেকে আনা হয়েছে, পরামর্শ দেবার জন্য। যেমন সঠিক পুলিশ অফিসার ছিলেন রাজীব কুমার, এখনও আছেন, বর্তমান সি বি আই অফিসার গন কিছুতেই রাজীব কুমার কে খুঁজে পাচ্ছিল না। আবার বর্তমানে ঐ রোদ্দুর রায়ের পেছনে লাগবে বলছেন তিনি অশ্লীল কথা বলছেন রবীন্দ্র নাথ ঠাকুর তথা কবিগুরুর গান নিয়ে তবে হয়তো করেছে। কিন্তু নেতা মন্ত্রীরা আকথা কথা বলে বেড়াচ্ছে, তাদের টিক ছুঁতে পারে না। প্রশাসন চুপ করে বসে আছে, আর কোথায় একটা অশ্লীল শব্দ বন্ধ ব্যবহার করা হয়েছে। যে শব্দ ট্রেনে বাসে মাঠে ঘাটে অনেকেই বলে। সত্যই কি রাজ্যত্ব এল এ বঙ্গে বেকার চাকরির জন্য হাহাকার করে রাস্তায় বসে অনশনে বসে, আর চোর জোচোর বাটপার দের ভোটে জেতাতে আরেকটা বদমাশ লোক নিয়োগ পায় কোটি কোটি টাকায়। সত্যই রতনে রতন চেনে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...