Anulekhon.blogspot.com

Friday, 17 January 2020

আর কত কি দেখা যাবে এ বঙ্গে নব রূপে বিবেকানন্দ দেখছি।

জানি না
কে এভাবে পোষ্টার তৈরি করেছে। যাতে করে মানুষ নতুন করে বিবেকানন্দ কে পেলাম। সত্যই এ বঙ্গে কত ট্যালেন্ট সমৃদ্ধ বাঙালি আছে। এত বড়ো ট্যালেন্ট যার সেত এক দিন বিশ্ব জয় করবে। সত্যিই কি বিচিত্র এই বঙ্গ। ছবি টি যিনি ফেসবুকে পোস্ট করেছেন তাকেও ধন্যবাদ নতুন বিবেকানন্দ কে আমাদের সামনে আনার জন্য। খুব ভালো বিষয় আমার দেখে ভালো লাগলো তাই সকলের দেখার জন্য দিলাম। হে যুগ নায়ক তুমি আমার প্রণাম নিও তোমার কাছে প্রার্থনা সকলের বিবেক জাগ্রত হোক। অবশ্যই নতুন বিবেকানন্দের কাছে আমার এ প্রার্থনা করছি না। আমি চাই বিবেকানন্দ এই রাজ্যের সকল নেতা মন্ত্রীর জাগ্রত করুন। সকালের মঙ্গল হোক। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...