Anulekhon.blogspot.com

Sunday, 8 December 2019

GST নিয়ে প্রতারণা করছে ব্যবসায়ীরা।

প্রথম এই কাঁচা বিল নিয়ে লিখি বিদ্যালয়ের পুরস্কার দেওয়ার জন্য উমা ভ্যারাইটি ষ্টোর্স থেকে 84 পিস স্টিলের থালা নেওয়া হয়েছিল। সেদিন সব টাকা দেওয়া হয়নি তাই পাকা বিল হয়নি, আজ যখন টাকা মিটিয়ে পাকা রসিদ করে দিল তখন সেটা 28/11/19 এবং ঐ 3708 টাকার উপর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের 6%+6%=12% মোট 444 টাকা GST নিয়ে বিল হল 3708 +444 =4152 । আমার মনে একটা প্রশ্ন তাহলে প্রথম যে দাম সে নিয়ে ছিল সেটা কি GST বা ট্যাক্স ছাড়া। এই বিক্রেতা কি GST না দিয়ে ঐ বাসন পত্র নিয়ে এসেছেন, বা GST দিয়ে কিনে এনে বিনা GST +লাভ রেখে বিক্রি করছেন। যদি না হয় তবে এই বিক্রেতা মানুষ কে ঠকিয়ে GST উপর GST নিচ্ছে।

বিষয় টা আমার ঠিক জানা নেই যদি কেউ বলে দেন, কারণ এখন GST কোন জিনিসের উপর লেখা থাকে না GST ছাড়া দাম কত, বা GST নিয়ে দাম কত? মানুষ ঠকাবার দারুণ পণ্থা, বিষয়টি নিয়ে আমার ব্লগে কমেন্ট বক্সে লিখতে পারেন, আশা করি উত্তর পাব। সব শেষে, যারা এই অধমের আবল তাবল লেখা পড়ছেন তাদের অসংখ্য ধন্যবাদ। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...