Anulekhon.blogspot.com

Friday, 20 December 2019

তীব্র আন্দোলনের ফলে কিছুটা হলেও পিছু হটল কেন্দ্র।

দেশ জুড়ে তীব্র আন্দোলনের ফলে কিছুটা হলেও পিছু হটল কেন্দ্র সরকার। বলা হয়েছে ১৯৭১ এর আগে যারা আছেন তাদের বাবার জণ্ম শংসাপত্র না হলেও চলবে কেবল স্থানীয় লোকজনের সাক্ষ ও কোন স্থানীয় কতৃপক্ষ দ্বারা দেওয়া বাসিন্দা শংসাপত্র হলেও হবে। বন্ধু এই আইন রোধ করার জন্য আরও তীব্র প্রতিবাদ ও আন্দোলনের প্রয়োজন, আসুন বামপন্থী আন্দোলনে সামিল হয়ে, এই আন্দোলন কে আরও শক্তিশালী করে তুলি ঐ ঢোল কাঁসি বাজিয়ে আর মিথ্যে কথা বলে মানুষ কে বিভ্রান্ত করার পথ ছাড়ুন। আমি বুঝতে পারছি না চোর চিটিংবাজ আর মিথ্যে বাদীর দলে এত লোক হয় কি করে? আর এই সব মিথ্যাবাদী কে বিশ্বাস নেই, আসামের মানুষ কেও একই কথা বলে তাদের ভোটে জিতে সরকার তৈরি করে এখন সেই সব গরীব খেটে খাওয়া মানুষ বিপদে পড়েছে। আমরা জানতাম যাদের ভোট দেওয়ার অধিকার আছে তারাই নাগরিক, এখন বলছেন না তারা নাগরিক নয়। ভোট দেওয়ার সময়ে তারা নাগরিক আর যেই সরকার হয়ে গেছে তখন তারা নাগরিক নয়। মিথ্যাবাদীর চোর চিটিংবাজের দল দেশ টাকে বড় বড় ব্যবসায়ী তথা বিদেশিদের কাছে বিক্রি করে দিতে চাইছে। দেশের অর্ধেক মানুষ খেতে পায় না। সেই দেশে কোটি কোটি টাকা খরচ করে দেশের ভোট দেওয়া এবং দীর্ঘ দিন ধরে বাস করা নাগরিক কে বে নাগরিক হিসেবে ঘোষণা করে তাদের ডিটেনশন নামক নয়া জেল খানায় কয়েদ করে রেখে কাদের ভালো করতে চাইছে। আসুন এসবের বিরুদ্ধে আমরা গর্জে উঠি সঠিক পথে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করি। দেশের সম্পদ নষ্ট করে নয়, ঐ সম্পদ আমার আপনার কারও ব্যক্তিগত নয়। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...