Anulekhon.blogspot.com

Monday, 25 November 2019

আবার ফেরত আসছে ভুট্টা, মাইলো, খুদ, আর বাবু গো একটু ফ্যান দেবে।

বিজন ভট্টাচার্যের লেখা "নবান্ন" নাটক পড়েছেন। ঐ নাটকের প্রধান নামে একটি চরিত্র ছিল। যে গ্রাম থেকে শহরে এসেছে একটা কাজের খোঁজে পেটে ভাত নেই এই সময়ে শহরের এক জমকালো বিয়ে বাড়ির সামনে প্রচুর উছিষ্ট খাবার ফেলে দেওয়া হয়েছে কিন্তু এই সব মানুষ কে খেতে দেওয়া হয় নি। চাইলে তাড়া করেছে কুকুরের সাথে ভাগ করে খেয়েছে এসব নাটকের দৃশ্য নয় ভাই বাস্তব ছিল। নাটকে একটি কথা ছিল বারবার খাবার চেয়ে না পেয়ে ঐ চরিত্র বলছে, " বাবু গো তোমরা কি বধির হয়ে গেছ।" একটু ফ্যান দাও বাবু গো। ১৯৭৭ সালের আগের দিন আবার ফেরত আসছে। খাদ্য দ্রব্য থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ২০১১ সালের আগে যে চালের দাম ছিল ১৪ টাকা এখন ২৮ টাকা। দু টাকা কিলো চাল দেওয়ার নামে চলছে প্রহশন যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না। পাঁচ ছ হাজার টাকার কাজ পেতে আজ কালঘাম ছুটে যাচ্ছে। মাসে পাঁচ ছ হাজার টাকা বেতনে এই বাজারে কিছু হবে না। একজন মানুষের কোন রকমে চলে। প্রতি টি জিনিসের দাম আকাশ ছোঁয়া। আবার সেই দিন ফেরত আসছে, ধনীর লঙ্গর খানায় লাইন দেবে মানুষ। খুদ মাইলো কিনে খাবে। কারণ মুগ কড়াই কেনার টাকা ক্ষমতা এখন আর মানুষের নেই। চাষের কাজে যাবে সেও এখন প্রায় বন্ধ। কারণ চাষিদের অবস্থা খারাপ, সার বীজের যা দাম ফসলের দাম নেই। আজ দেখুন চাষিদের কাছ থেকে ছ টাকায় কেনা আলু বিক্রি হচ্ছে বাইশ বা চব্বিশ টাকায়। পেঁয়াজ সেঞ্চুরি করে ফেলেছে। আবার সেই দিন ফেরত আসছে, ২০১২ সাল থেকে সরকারি চাকরির আকাল লেগেছে। যদি বা চাকরি আছে বেতন নেই। বিজন ভট্টাচার্যের সেই চরিত্র এবার বাস্তবে বলে উঠবে, "বাবু গো তোমার কি বোধির হয়ে গেছ।" আজ স্টেশন চত্বরে ট্রেনের মধ্যে ভীক্ষারি ক্রমশ বাড়ছে। ট্রেনের মধ্যে বেকার ছেলের দল গান করে সাহায্য চাইছে। অবস্থা দেখে মনে হচ্ছে ১৯৭৭ এর আগের দিন আবার ফেরত আসছে।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...