Anulekhon.blogspot.com

Wednesday, 20 November 2019

কর্মের সন্ধানে।

বিজ্ঞাপন নম্বর :- 20/2019/WBPRB
যারা প্রাথমিক লিখিত পরীক্ষার ফলাফল বেড়িয়েছে। Wbpolice.gov.in এই ওয়েব সাইটে গিয়ে নিজের আবেদন পত্রের ক্রমিক সংখ্যা ও জণ্ম তারিখ দিলে দেখতে পাবেন। যারা পাশ করছেন তারা কবে কোথায় শারিরীক যোগ্যতার পরীক্ষার জন্য কোথায় কবে হাজির হবেন। যারা পাশ করে এই চাকরি পাবেন তাদের প্রত্যেকের জন্য আগাম শুভেচ্ছা রইলো। চাকরির আকালের বাজারে একটা চাকরি পাওয়া সত্যিই অনেক ভগবানের দেখা পাওয়া। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...