Anulekhon.blogspot.com

Friday, 13 September 2019

ক্ষমতা আসার আগে যা যা অভিযোগ করতেন এখন দেখি তাই হচ্ছে।

ক্ষমতায় আসার আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার বলেছেন। এই রাজ্যে গনতন্ত্র নেই গনতান্ত্রিক আন্দোলন করতে দেয় না। পুলিশ এখন সি পি এম হয়ে গেছে সি পি এম এর লোক পুলিশ সেজে মারছে। রাজ্যের বেকার বেশি, আমি ক্ষমতায় এলে সব পার্শ্ব শিক্ষকের চাকরি পাকা করে দিয়ে বেতন বাড়িয়ে দেব। কেন্দ্রীয় সরকারের ঘোষণার সাথে সাথে আমরা ডিএ দেব, রেশন কার্ড পার্টি অফিসে বসে বসে করে দেওয়া হয়। আমরা এলে এসব বন্ধ করে দিয়ে সুস্থ ব্যবস্থা করা হবে।পুলিশ সম্পর্কে আরেকটা কথা প্রচলিত ছিল, থানায় অভিযোগ নিতে চায় না। আরেকটা ঘটনা দেখে ছি চপলা সর্দার কেস, আরও অনেক কিছু অভিযোগ ছিল, দিদির। মানুষ ভোট দিতে পারেন না, সিঙ্গুরে ঢুকতে দেওয়া হয়নি তাই রাজ্যে গনতন্ত্র নেই এই কারণেই বিধানসভায় ভাঙচুর করে ছিলেন তিনি এবং তার ভাইয়ের দল, আর এই ছাত্র ছাত্রী বা বেকার যুবক যুবতী দের দল কিন্তু নবান্ন দখল করতে যায় নি বা ভাঙতে যায়নি। কেবল ছাত্র যুব দের আন্দোলন যে কোন বিরোধী আন্দোলন আপনি এবং আপনার দল সহ্য করতে পারছে না। আপনি প্রশাসন কে কাজে লাগিয়ে আন্দোলন করতে দিচ্ছে না, মানুষ তো এসব বিশ্বাস করে যে এসব আর হবে না। পরিবর্তন হলে মানুষ শান্তি পাবে, ভোট দিতে পারবেন, সব বেকার কাজ পাবে। সিঙ্গুরে চারশ একর ফেরত দিয়ে ছয়শ একরে শিল্প হবে। মানুষ খুন বন্ধ হবে। একটা সুন্দর স্বপ্ন নিয়ে মানুষ পরিবর্তন করে দিয়েছেন। কি দেখছি রাজ্যের ক্ষমতায় থাকা শাসক দলের বিধায়ক কাউন্সিলর খুন হয়ে যাচ্ছে। রাজ্যের পুলিশ যে কোন আন্দোলনে লাঠি হাতে মারছে, জল কামান চালাচ্ছে, কেন মানুষ এসবের হাত থেকে মুক্তি পেতে এবং রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে এবং কোন মানুষের রক্ত না ঝড়ে সব মানুষ শান্তি চায় সেই কারণেই এই পরিবর্তন। আপনার কথা মতো বাম আমলে যা ঘটে ছিল এখনও যদি তাই ঘটে তবে আর পরিবর্তন করে কি লাভ হলো। আর যে ছেলে মেয়ে গুলো কে মেরেছে, তারা কোনো বাবা মায়ের সন্তান। দিদি সন্তানের ব্যথা বাবা মা বোঝে অন্য কেউ না। আমাদের মতো সাধারণ মানুষ কে বলছি একটু ভেবে দেখবেন দিদি যে সব অভিযোগ তৎকালীন মুখ্যমন্ত্রী বা সরকারের বিরুদ্ধে করতেন এখন সেটা হচ্ছে কি না? আর বাম সরকার খুব দূর্বল ছিল সেই কারণেই বিধান সভা ভাঙচুর করেও জেল খাটতে হয় নি। ঐ কাজ টা খুব ভুল করেছে, একবার জেলের ভাত পেটে পড়া উচিত ছিল। ২২ দিনের জাতীয় সড়ক অবরোধ করে বসে থাকা তাতেও তারা হস্ত ক্ষেপ করেনি। সবাই ভাবুন আপনারা এই সব দেখেতে পরিবর্তন করে ছিলেন। আপনি যে সব অভিযোগ বামেদের বিরুদ্ধে করতেন, সে গুলো এখনও ঘটছে তাহলে এই পরিবর্তন করে কি লাভ হলো। একটা লাভ হয়েছে, পুলিশের মার তো আছে, আবার থানায় ঢুকে পুলিশ কে মারা সেটাও আছে। আরেকটা কাজ হয়েছে, ঐ ধর্মের নামে জাতের নামে আবার রাজ্য ভাগ হবে। সত্যিই দারুণ পরিবর্তন চার পাশে নেই নেই তবুও কিছু বলা যাবে না আন্দোলন করা যাবে না। এই পরিবর্তন আপনি চেয়ে ছিলেন, খুব ভালো পরিবর্তন হয়েছে। আবার সামনে আরেকটা বিপদে রাজ্য বাসি পা বাড়িয়ে দিয়েছে।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...