আজকের মিছিল হোক আগামীর সূর্য উদয়। বাংলায় ফিরে আসুক আবার লাল নিশান। বাংলা আজ নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসে ভরে উঠেছে। গত ২০০৬ সালে সিঙ্গুরের বুকে বেকার ছেলে মেয়েদের কাজ পাওয়া আশা কে, তাড়িয়ে গুজরাতের সানন্দে পাঠানো,এবং শেষ পর্যন্ত পর্যন্ত ডেনামাইট দিয়ে গুঁড়িয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে প্রায় তৈরি একটা কারখানা কে, কেবল সিঙ্গুর নন্দী গ্রামের পাশে নয়াচর, যেখানে কেমিক্যাল হাব, আর শালবনি, রঘুনাথপুর ও রাজার হাটে তথ্য প্রযুক্তি শিল্প সব আজ শ্মশান। ডানলপ খোলার মিথ্যে প্রতিশ্রুতি, জেসপ থেকে শুরু করে বিভিন্ন কল কারখানা অধিগ্রহণের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষষমতায় এসে আজ সব ফাঁকা, উল্টে হিন্দ মোটর বন্ধ হয়ে গেছে, জুট মিল প্রায় সব বন্ধ। সরকারি চাকরি সে তো কাগজের বিজ্ঞপ্তি, এবং কাগজে কলমে এতো বেকার চাকরি পেয়েছে, রাজ্যে আর বেকার নেই। চাকরির তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি না পেয়ে আত্মহত্যা ও অনশন করতে হচ্ছে। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সেত তথৈবচ, দান খয়রাতি চলছেই, নতুন করে আবার পুরোহিত ভাতা শুরু হচ্ছে, দুর্গা পূজ, ক্লাব বছরে পাঁচ শ হাজার টাকা পাওয়ার জন্য এবং বিভিন্ন মিথ্যের ফাঁদে মানুষ আজ দিশেহারা। আর এক দিকে ধর্মের জিগির তোলা হচ্ছে, পিটিয়ে মেরে দেওয়া, আবার হুমকি আসছে, দু কোটি মানুষ কে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো হবে। সেখানে ও ধর্মের জিগির, দেশের মানুষ আজ দেখছে এক আর হচ্ছে আর এক। বিভিন্ন রকম চমক দিয়ে মানুষ কে ভুলিয়ে রেখে দেশটা কে বেচে দেবার মতলব করছে, দিল্লি সরকার। এর বিরুদ্ধে ও সমগ্র সমাজ পরিবর্তনের ডাক, সব হাতে কাজ সব পেটে ভাত, সত্যিই ধর্ম পালন মানুষ তখন করবে যখন তাদের পেটে ভাত থাকবে। তোমরা তোমাদের দাবি আদায়ের জন্য আরও এগিয়ে যাও। আমিও তোমাদের পেছনে আছি, যতই আসুক ঝড় তুফান, থামবে না এ চলা। এগিয়ে
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment