আবার সেই একই খবর সরকারি কর্মীদের বেতন কমিশন নিয়ে গুজব। সাধারণ মানুষ কে ক্ষেপিয়ে তোলা এতো টাকা বাড়বে শুরু হয়েছে, বিভিন্ন ধরনের অন লাইন নিউজ পোর্টালে।আমাদের দিদি বলছেন, টাকা নেই খালি দাও দাও বলেল হবে, কোথা থেকে দেব, আবার একটা দিন ঘোষণা করা হয়েছে, ঐ দিন যাতে সরকারি কর্মীদের জমায়েত ভালো হয় সেই কারণেই রটিয়ে দেওয়া হচ্ছে, ঐ দিন বেতন কমিশন বা ডিএ ঘোষণা করা হবে। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় কোন আলোচনা করতে দেন নি। বেতন কমিশনের সময় বৃদ্ধি করে দিয়েছেন। বেতন কমিশনার বলছেন তার রিপোর্ট তৈরি তিনি জমা দিতে গেছেন, সরকার জমা নেয়নি। এর পরও কিছু ধান্দা বাজ নেতার কথায় সরকারি কর্মীদের গলে জল হয়ে যাবে জানি না, এদের মেরুদন্ড আছে কিনা? তবে যেটা বলেছেন, সরকারি কর্মীরা চালিকা শক্তি একদম ঠিক কথা বলেছেন। অনেক ক্ষেত্রে শাসক দলের নেতা নেত্রীরা ওটা মানেন না। তারা নিজেদের বড়ো বলে মনে করেন, তারা চাইলে সরকারি কাজ হবে না হলে হবে না। সরকারি কর্মীরা কোথায় চালিকা শক্তি তো স্থানীয় ছোট বড়ো নেতা মন্ত্রী কর্মীরা। বাম আমলে শেষে এসে এই পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা ত্রি স্তর পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করে ছিল, যাতে প্রথম দিকে যেমন টাকা এসেছে অনেক কাজ হয়েছে। শেষের কয়েক বছর কিছু ক্ষেত্রে ছোট বড়ো নেতা কর্মীরা সরকারের কাজে এমন ভাবে খবরদারি করতে লাগল, যে অসহ্য হয়ে উঠতে বেশি দিন সময় লাগে নি। কিছু কাট মানি তোলা নেওয়া শুরু করে দিয়েছিল। আজ তাদের একটা অংশ শাসক দলের নেতা কর্মী। সব নেতা মন্ত্রী আর কর্মী যেমন এক হয় না। অনেকেই ভাল আছেন, সেই রকম সরকারি কর্মীদের বা শিক্ষক দের মধ্যেও অনেক ভালো আছেন, যারা অন্যায় কাজ করেন না। চুরি তো দূর ঘুষ নেওয়ার কথা মনে আনেন না, যদি তা না হতো তাহলে সমাজ ধ্বংস হয়ে যেত, তবে এদের ভাগ কম এদের পদে পদে বাধা বিপত্তি পোহাতে হয়, ঐ খারাপ লোক গুলোর জন্য। সরকারি কর্মীরা অনুষ্ঠানে যাবেন, কিন্তু বিশ্বাস করুন আর কোন ঘোষণা করা হবে না। তেমন হলে হয়তো আগামী জানুয়ারি ২০২০ থেকে ৫% থেকে ১০% ডিএ ঘোষণা করা হতে পারে।। আমিও আন্দাজে লিখছি, কারণ আমি এই সরকার কে ৮ বছর হলো দেখছি। ডিএ দেওয়ার ছ মাসে আগে ঘোষণা করে দেয়। 'খুড়োর কল' মন পসন্দ খাবারের গন্ধে গাধা ছোটে মাইলের পর মাইল।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment