Anulekhon.blogspot.com

Sunday, 1 September 2019

আবার সরকারি কর্মীদের সামনে 'খুড়োর কল' বেতন কমিশন বা ডিএ।

আবার সেই একই খবর সরকারি কর্মীদের বেতন কমিশন নিয়ে গুজব। সাধারণ মানুষ কে ক্ষেপিয়ে তোলা এতো টাকা বাড়বে শুরু হয়েছে, বিভিন্ন ধরনের অন লাইন নিউজ পোর্টালে।আমাদের দিদি বলছেন, টাকা নেই খালি দাও দাও বলেল হবে, কোথা থেকে দেব, আবার একটা দিন ঘোষণা করা হয়েছে, ঐ দিন যাতে সরকারি কর্মীদের জমায়েত ভালো হয় সেই কারণেই রটিয়ে দেওয়া হচ্ছে, ঐ দিন বেতন কমিশন বা ডিএ ঘোষণা করা হবে। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় কোন আলোচনা করতে দেন নি। বেতন কমিশনের সময় বৃদ্ধি করে দিয়েছেন। বেতন কমিশনার বলছেন তার রিপোর্ট তৈরি তিনি জমা দিতে গেছেন, সরকার জমা নেয়নি। এর পরও কিছু ধান্দা বাজ নেতার কথায় সরকারি কর্মীদের গলে জল হয়ে যাবে জানি না, এদের মেরুদন্ড আছে কিনা? তবে যেটা বলেছেন, সরকারি কর্মীরা চালিকা শক্তি একদম ঠিক কথা বলেছেন। অনেক ক্ষেত্রে শাসক দলের নেতা নেত্রীরা ওটা মানেন না। তারা নিজেদের বড়ো বলে মনে করেন, তারা চাইলে সরকারি কাজ হবে না হলে হবে না। সরকারি কর্মীরা কোথায় চালিকা শক্তি তো স্থানীয় ছোট বড়ো নেতা মন্ত্রী কর্মীরা। বাম আমলে শেষে এসে এই পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা ত্রি স্তর পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করে ছিল, যাতে প্রথম দিকে যেমন টাকা এসেছে অনেক কাজ হয়েছে। শেষের কয়েক বছর কিছু ক্ষেত্রে ছোট বড়ো নেতা কর্মীরা সরকারের কাজে এমন ভাবে খবরদারি করতে লাগল, যে অসহ্য হয়ে উঠতে বেশি দিন সময় লাগে নি। কিছু কাট মানি তোলা নেওয়া শুরু করে দিয়েছিল। আজ তাদের একটা অংশ শাসক দলের নেতা কর্মী। সব নেতা মন্ত্রী আর কর্মী যেমন এক হয় না। অনেকেই ভাল আছেন, সেই রকম সরকারি কর্মীদের বা শিক্ষক দের মধ্যেও অনেক ভালো আছেন, যারা অন্যায় কাজ করেন না। চুরি তো দূর ঘুষ নেওয়ার কথা মনে আনেন না, যদি তা না হতো তাহলে সমাজ ধ্বংস হয়ে যেত, তবে এদের ভাগ কম এদের পদে পদে বাধা বিপত্তি পোহাতে হয়, ঐ খারাপ লোক গুলোর জন্য। সরকারি কর্মীরা অনুষ্ঠানে যাবেন, কিন্তু বিশ্বাস করুন আর কোন ঘোষণা করা হবে না। তেমন হলে হয়তো আগামী জানুয়ারি ২০২০ থেকে ৫% থেকে ১০% ডিএ ঘোষণা করা হতে পারে।। আমিও আন্দাজে লিখছি, কারণ আমি এই সরকার কে ৮ বছর হলো দেখছি। ডিএ দেওয়ার ছ মাসে আগে ঘোষণা করে দেয়।   'খুড়োর কল' মন পসন্দ খাবারের গন্ধে গাধা ছোটে মাইলের পর মাইল। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...