খবরের শিরোনামে যা বলা হয়েছে, দেখে সরকারি কর্মীদের জন্য এমন সুখবর সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহে আসছে কেউ ভাবতে পারবেন না। সবাই ঐ শিরোনাম দেখে মনে করবেন ও আবার বুঝি বেতন বাড়ানো হবে বা সাধারণের ভাষায় মাইনে বাড়ল। কারণ সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সাধারণ মানুষের চক্ষু শূল। মোটে দেখতে পারে না, একটাই কথা ওদের বেতন কেন এতো টাকা বাড়বে। বাড়ল কি না বাড়ল দেখার দরকার নেই, আগে থেকে প্রচার করা হলো। সাধারণ মানুষের কাছে সরকারি কর্মী এখন শিক্ষকেরাও আর তাদের হাতের কাছে পায়। শিক্ষক দের এই যে কাগজে আট দশ বারো হাজার টাকা বেতন বৃদ্ধি হয়েছে। শিক্ষক রা বাস্তবে জানে এক টাকাও বাড়ে নি, যদি বা গ্রেড পে বৃদ্ধির কথা বলা হয়েছে তাতে করে জুনিয়র দের বেতন সিনিয়র শিক্ষক দের থেকে বেশি হবে। তাদের অর্থাৎ ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বেশি ঘুষ দিয়ে চাকরি করছে ওদের বেতন বৃদ্ধি দরকার না হলে ঘুষের টাকা ফেরত হবে কী করে? খবরের শিরোনামে কী আছে, পূজার আগেই সরকারি কর্মীদের জন্য বড়ো ঘোষণা করা হয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে করম পরবের ছুটি কারা পাবেন, যারা আদিবাসী কর্মী তারা। ভীষণ ভালো লাগলো খবর টি পড়ে সাংবাদিক ভাই চালিয়ে যান আপনার হবে। আবার হয় তো এমন খবর আছে যা এই অন লাইন নিউজে লিখতে পারে নি, কারণ বর্তমান সরকার মিথ্যে বাদি দের সরকার। মিথ্যে কথা বলে মানুষ কে মানুষের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া এদের কাজ, যা একটা সরকার বা দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের থেকে কাম্য নয়। এই শাসক দলের নেত্রী মন্ত্রী সকলে ভাবছেন আমি তৃণমূলের মন্ত্রী বা সরকার টা তৃণমূলের তাই বিরোধী দলের কোন কর্মী কেবল কর্মী কেন যদি জানে যে কোন মানুষ বিরোধী দলের সমর্থক বেশ তার আর কোন কাজ হবে না। আসলে এই শাসক দল ভুলে গেছে যে সরকার টা পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের, কেবল তৃণমূলের নয়। আর শেষে বলি খবরের শিরোনাম দেখে অনেকেই অনেক কিছু ভেবে ফেলেন। আগেই ভেবে না নিয়ে পড়ে দেখুন, শিরোনাম দেখে বিচার করা বা ভেবে নেওয়া ঠিক নয়।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment