Anulekhon.blogspot.com

Monday, 5 August 2019

Rummy বা রামি কি জুয়া নয়? কারণ বিজ্ঞাপন দিয়ে রামি খেলার আহ্বান করা হচ্ছে।

জানি না পশ্চিমবঙ্গে কবে থেকে জুয়া জাতীয় খেলায় পরিণত হয়েছে। আমি যতদূর জানি জুয়া খেলা গোটা ভারতে নিষিদ্ধ। দৈনিক লটারি যার টিকিট কেটে খেটে খাওয়া মানুষ সর্বশ্রান্ত হয়ে যাচ্ছে। এই নিত্য লটারি একটা টিকেটের দাম ছ, টাকা এবার যদি দশ সিরিজের টিকিট হয় হয়। দাম হয় ষাট টাকা, আমি দেখেছি অনেক লোক কে দেখেছি এই টিকিট কাটতে শুনিনি কারো লটারি টাকা পেয়েছে বলে। কখনও কখনও হয়তো অল্প কিছু টাকা মেলে, বেশিরভাগ ক্ষেত্রেই অবিক্রিত টিকিটে পড়ে, তাছাড়া কোথায় খেলা হয় কিভাবে হয় আদৌ হয় কি না কেউ জানে না। এখন অনলাইনের যুগ সেখানে দাঁড়িয়ে এই ব্যবস্থা কতটা সঠিক, অন লাইন রেজাল্ট দেখতে গিয়ে এ সব লটারি কোন নাম গন্ধ নেই। সরকার থেকে এসব বন্ধ করে দেওয়া দরকার, লোভে পড়ে গরীব মানুষ শেষ হয়ে যাচ্ছে। তার উপরে আমি বেশ কিছু দিন যাবৎ লক্ষ করছি, Rummy খেলার আহ্বান জানিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ফেসবুকে। রামি কি জুয়া খেলা নয়। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...