Anulekhon.blogspot.com

Monday, 5 August 2019

রেলের অপ ব্যবস্থা ফলে প্রতি সোমবার সাধারণ নিত্য যাত্রী দের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রতি বছর শ্রাবণ মাসে তারকেশ্বরে বিপুল সংখ্যক মানুষ বাবার মাথায় জল ঢালতে যান। শনিবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত ট্রেনে ওঠার জন্য লড়াই করতে হয়। রেল বাড়তি ট্রেন দেয়, কিন্তু যে সময়ে ঘন ঘন ট্রেন চলাচল দরকার সেই সময় অর্থাৎ স্কুল কলেজ অফিস আদালতে যাওয়ার সময়ে ট্রেন নেই। অনেক কষ্টে একটি বাড়তি ট্রেন দেওয়া হয়, তাও সময়ে আসে না। প্রতি দিন ট্রেন চলাচল ব্যবস্থা অদ্ভুত সুন্দর, মনে করুন ট্রেনের সময় সকাল ৯টা ২৬ মিনিট স্টেশনে ঘোষণা করা হলো ৯টা ২৪ মিনিটে ট্রেন আসবে ৯ টা ৩৫ মিনিটে। অর্থাৎ ঘোষণা অনুযায়ী ট্রেন সময়ে চলাচল করে বাস্তব অন্য কথা বলে, শেওড়াফুলির তারকেশ্বরের মধ্যের সাধারণ মানুষের দুর্ভোগের শেষ থাকে না। সোমবার এলে তারা কি ভাবে কর্ম স্থলে বা স্কুল কলেজ যাবে তার চিন্তা, এই বাবার ভক্তরা গেটে দাঁড়িয়ে থেকে নিত্য যাত্রী দের বলছে ট্রেনে উঠবে না। কোন কোন ক্ষেত্রে ওরা ঠেলে নামিয়ে দিচ্ছে, যে কোন মূহুর্তে দূর্ঘটনা ঘটে যাওয়া কোন ব্যাপার না। এই সব কারণে তারকেশ্বর আর শেওড়াফুলির মাঝের স্টেশন লাগোয়া অনেক স্কুল কলেজ শ্রাবণ মাসের সোমবার গুলো ছুটি ঘোষণা করে দেয়। আমার অনুরোধ রাজ্য সরকারের বিষয় টি দেখা দরকার, রেল যাতে সঠিক সময়ে বাড়তি ট্রেন দেয় তার ব্যবস্থা করা দরকার।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...