Anulekhon.blogspot.com

Wednesday, 28 August 2019

দাও দাও। (সৌজন্যে আমার ছোট্ট বয়সের প্রিয় কবি সুকুমার রায়)

দাও দাও কর কেন এস বস আহারে-
খাওয়াব আজব খাওয়াভোজকয় যাহারে।
যত কিছু খাবার আছে বাঙালির ভাষাতে,
জড় করে আনি সব, থাক সেই আশাতে ।
ভাত ডাল তরকারি ফল মূল শস্য,
রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি,
বিখ্যাত সব সেফ এর নব সৃষ্টি,
আর যাহা খায় লোকে স্বদেশে বিদেশে-
এতো ভালো ভালো তোমারা খেতে পাও,
তবু কর কেন দাও দাও।
খুঁজে পেতে আনি  তোমাদের খাওয়াতে
 ভেবেছ এসবে লাগে না টাকা,
হয়ে যায় সব বিনা পয়সাতে।
তোমরা এত খাও, তবু কেন দাও দাও
বোঝ না খেতে হলে ভাগ করে নিতে হয়,
জান ফরাসিরা ব্যাঙ খায় ফর্সা রয়।
মান্দ্রাজী ঝাল খেলে জ্বলে যায় কণ্ঠ,
চাপানে খায় নাকি ফড়িং এর ঘণ্ট।
যত পাও তত খাও তবুও কেন দাও দাও
এতো খাও ভাগ আমাকে কি দাও?
খেয়ে খেয়ে হচ্ছে দেখ পেট মোটা,
আমি এখন পারব না আর খাওয়াতে,
দাও দাও করে বসছ কেন দাওয়াতে।
কি ভেবেছ, আমার অনেক আছে,
অনেক দিয়ে ছি আর দেব না,
 যেখানে সেখানে বসে পর পাত পেতে।
আমার টাকা নেই, আমি পারব না
আর তোমাদের খাওয়ার যোগাতে।
এই আমার শেষ কথা বলে দিলাম।
এর পরেও যদি কর দাও দাও
এমন দেব রুলের গুঁতো জলকামান ফ্রিতে




No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...