Anulekhon.blogspot.com

Wednesday, 28 August 2019

তাইরে না তাইরে না না সত্যি কথা বলতে মানা।

তাইরে নাইরে না  সত্যি কথা বলতে মানা।
           সত্যি কথা শুনে বলে,
          "সত্যি কথা বলব না না।"
সবাই পায় ভয়-  ঐ বুঝি কেউ
            সত্যি কথা কয়।
             চোখ পড়ে ঝিমিয়ে
এই বুঝি কেউ সত্য বলে কানে কানে।
সত্যি কথা বললে মরবে ধন প্রানে।
ঘুম নাহি তার চোখে আপনি ব'কে ব'কে
নিজেরে কয় "সত্য যদি বলিস
         মারব কিন্তু তোকে।"
যায় না সত্যবাদীর কাছে,সত্যি
      সত্যি কথার সুড়সুড়ি তে
সত্যি কথা বলে পাছে।
শান্তি নেই মনে- ঘরের কোণে কোণে
  সত্যি কথার বাষ্প উঠেছে ফেঁপে
     কান পেতে তাই শোনে।
পথের ধারে ধারে  আঁধার নামলে
    সকলে সত্য কথা বলে।
একটা মিথ্যে কথা বার বার বলে,
সেটাকেই সত্য বানিয়ে ফেলে,
যে সত্যি কথা বলে, যেতেই হবে জেলে
       সত্যি কথা বলছে যারা,
    পড়ছে যে আজ সকলে মারা।
        তাইরে নাইরে নাইরে না,
          সত্যি কথা বলতে মানা।


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...