Anulekhon.blogspot.com

Tuesday, 27 August 2019

কিছু অন লাইন সংবাদদাতা আছেন সব বিষয়ে না জেনেই লিখে ফেলেন।

উপরের শিরোনামে যে খবরটি বেড়িয়েছে আমি পড়লাম, অন লাইন কিছু সংবাদদাতা না জেনেই লিখে ফেলেন সেটা পরিষ্কার বুঝতে পারছি। কারণ খবরটি তে লেখা হয়েছে, সনণ্মানীয়া মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানে ( সাংবাদিক লিখেছেন বর্তমানে।) মি ডে মিল নিয়ে বে ফাঁস মন্তব্য করছেন। আমি যতদূর ঐ দিন সোসাল মিডিয়া ও অন্যান্য কাগজে লেখা পড়ে দেখেছি উনি কোন বেঁফাস মন্তব্য করেন নি। সঠিক এবং বাস্তব কথা বলেছেন, আর উনি কেবল ডাল ভাত খাওয়াবার কথা বলেন নি। উনি বলেছেন, একটা তরকারি ডাল ভাত এবং খাদ্য টি পুষ্টি গুন যেন থাকে তার জন্য সোয়বিন তরকারি করা। আমি শুনেছি, উনি বলেছিলেন প্রাথমিকের  ৪.৪৮ টাকায় একটা ডিম হয় না। আপনি সাংবাদিক আপনি ঐ টাকায় ডিম কিনে রান্না করে খাওয়াতে পারবেন? আমি জানি না আপনি এসব লিখে কি মজা পাচ্ছেন, সরকার এবং শিক্ষক দের পিছনে না লেগে নিজের কাজ করুন। সঠিক তথ্য দিয়ে খবর করুন, ভুল কথা লিখবেন না। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, ঐ টাকায় শিক্ষকরা সপ্তাহে একদিন ডিম দেন এবং আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সে টা দিতে বারণ করেন নি। কেন জানি না অনেক আছেন সত্য কথা সহ্য করতে পারেন না। সহ্য করতে শিখুন সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...