Anulekhon.blogspot.com

Thursday, 29 August 2019

ভারতের গনতন্ত্র ব্যবস্থা পরিবর্তন দরকার।

ভারতীয় গনতন্ত্র আজ বিপন্ন, কারণ ভারতের গনতান্ত্রিক কাঠামো পরিবর্তন দরকার। ভারতের মতো বহু ভাষা বহু জাতির দেশে কতটা সম্ভব হবে জানি না, কিন্তু চালু করতে দোষ কি, হাজারো আঞ্চলিক ভাষার দল অনেক সময় নির্বাচন এলে কোন টি জাতীয় আর কোন টি আঞ্চলিক দল বোঝা যায় না। আঞ্চলিক দলের স্বীকৃতি দেওয়ার আগে সব কিছু ঠিক দেখে দিতে হবে। অর্থাৎ দলের সংখ্যা কমাতে হবে, জাতীয় দলের সংখ্যাও বেঁধে রাখা উচিত। আর সব থেকে বড় কথা ভারতের নির্বাচন ব্যবস্থা কে স্বচ্ছ করতে, যেমন ভি ভি প্যাট ব্যালট এসেছে, ই ভি এম মেশিন এসেছে, এখন অবশ্য অনেক নেতা নেত্রী অভিযোগ করেন ই ভি এম মেশিনে কার চুপি করে ভোটে জিতে যাচ্ছে, ক্ষমতা থাকা দল, আমার নির্বাচন কমিশনের কাছে একজন ভোটার হিসেবে দাবী আছে, নির্বাচন কে স্বচ্ছ ও অপরের ভোট যাতে আরেক জন না দিতে পারে তার ব্যবস্থা নেওয়া দরকার। এই ব্যবস্থা হিসেবে আধার কার্ড কে যুক্ত করে, নির্বাচন কে বায় মেট্রিক করতে হবে। অর্থাৎ আঙুলের ছাপ না দিলে ভোট দেওয়া যাবে না। যে বোতাম টিপে ভোট দিতে পারেন সেখানে ঐ বায় মেট্রিক ব্যবস্থা চাই। যদি এটা করা সম্ভব না হয় তবে ভারতের এত দিনের গনতন্ত্র রক্ষা পাবে।আর একটা বিষয় না লিখলে নয়। নেতা বা দলের প্রতিশ্রুতি দেওয়া এই প্রতিশ্রুতি যদি পালন না করেন, এবং ভোটে নির্বাচিত হওয়ার পর দল বদল করেন তবে সেই দল এবং যে নেতা মন্ত্রী দল বদল করলেন তার পদ খারিজ হয়ে যাবে। তিনি বা সেই দল আর নির্বাচনে অংশ নিতে পারবে না। 


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...