Anulekhon.blogspot.com

Tuesday, 6 August 2019

দিদি আপনাকে বলছি, বিধান সভায় আইন আনুন জনগণের ট্যাক্স সরাসরি আপনার এ্যাকাউন্টে জমা দেবে।

দিদি আপনাকে বলছি, আপনি একটা আইন করুন জনগণের ট্যাক্স কি ভাবে সরাসরি আপনার এ্যাকাউন্টে জমা দেবে।এভাবে কাট মানি তোলা তুলে ৭৫%আর ২৫%এ ভাগ করে কত টাকা পাবেন। তোলা তুলে ছোট খাটো কারখানা গুলো বন্ধ করে দিল আপনার ভাইয়ের দল। পোষাক দেওয়ার কাট মানি যাতে বাড়তি পায় তার জন্য দুশো টাকা বাড়িয়ে দিলেন। পোষাকের টাকা সরাসরি গোষ্ঠীর বা সংঘের ব্যাঙ্ক এ্যাকাউন্টে দিয়ে দিলে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই ঝামেলা থেকে বাঁচত, আপনি যা চ্যালা চামুণ্ডা ছেড়ে রেখেছেন, তাতে ভাগ দিতে দিতে ঐ টাকার যে পোষাক টুকু এসে পৌঁছেছে তা গায়ে দেওয়া যায় না। আমি আবার দেখছি, যেখানে দুশ থেকে আড়াই শ ছেলে মেয়ে পোষাক পাবে অনেক টাকা সেখানে সব থেকে খারাপ পোষাক আর শিক্ষকের ঠিক করে দেওয়া পোষাক নেওয়া যাবে না। কারণ কমিটি সভাপতির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় নি। আবার বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যাদের নিয়োগ করে রেখেছেন, ২০১৪ থেকে ২০১৭ তারা শিক্ষকতা করতে আসে নি। প্রধান শিক্ষকের পেছনে লাগতে এসেছে, একটা বাড়তি ক্লাস করতে চায় না। এমন ছাত্র দরদ, পাশে ঘোরাঘুরি করছে, ছেলে মেয়ে রা চিৎকার করছে তবু গিয়ে থামায় না। এই তো তাদের মানসিকতা কেবল টাকাটা পেলে হলো। কেন বেতন বৃদ্ধি হবে না, কেন প্রধান শিক্ষক বেশি বেতন পাবে, বিদ্যালয়ের উন্নয়নের জন্য টাকা এসেছে, কেন এতো টাকা খরচ করবেন। কেন বেশি ছাত্র ভর্তি করবেন, আমি ৩০ জনের বেশি পড়াব না। ছাত্র বেশি ভর্তি করলে আপনাকে দেখে নেব, এ আই /ডি আই /যেখানে যেতে হবে যাব। কেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সংখ্যা তিনশ হবে, বিদ্যালয়ে ছাত্র ছাত্রী কম উপস্থিত যাতে থাকে সেই জন্য প্রতি নিয়ত চেষ্টা করে যাওয়া মানে সরাসরি ছাত্র ছাত্রীদের আসতে বারণ করা। বিভিন্ন অফিসারের ফোন নম্বর নিয়ে রেখেছে, প্রধান শিক্ষক কি করছে না করছে জানানোর জন্য। আর হ্যাঁ এই ভালো শিক্ষক রা সময়ে বিদ্যালয় আসা সময় পর্যন্ত থাকা পছন্দ করে না। তবে এরা একটা কাজ ভালো পারে, যে খানে যাকে কাজ দেওয়া হোক তার অল্প কিছু হলেও আদায় করতে পারে। এটা একেবারেই আপনার দলের গুন, সুস্থ ভাবে কাজ করতে দেওয়া হবে না, বা উন্নয়ন হবে না, তাই পোষাকের যখন ২৫২x৬০০ টাকা ঢোকে তখন ভালো, অনেক টাকা কিছুতেই সুস্থ ভাবে কাজ করতে হবে না। অত টাকা গ্রুপ নিয়ে চলে যাবে কি কষ্ট হচ্ছে? কি দিদি বুঝতে পারছেন? আপনার দলের সঠিক উত্তর সুরি, তাই না। আপনি যেমন সারদার সহ সমস্ত চিটফাণ্ডের টাকা লুঠ হলো বললেন, " যা গেছে তা গেছে" দিদি লক্ষ লক্ষ মানুষের কষ্টের টাকা, তাদের চোখের জল, কত মানুষ, আত্ম হত্যা করেছে, ভোট এলে কত মানুষ খুন হন। এদের চোখের জল বৃথা যাবে না। কয়েক লক্ষ সরকারি আধা সরকারি কর্মীদের ডিএ পে কমিশন।কম বেতনে বৃত্তি শিক্ষক, কম্পিউটার শিক্ষক, পার্শ্ব শিক্ষক, আপনার নিয়োগ করা সিভিক যদিও এরা এখন পুলিশের হয়ে তোলা তোলে, সরকারি তোলাবাজ। আর চাকরি না পেয়ে আঠাশ দিনের অনশনে গিয়ে মায়ের সন্তান হারানো। যদিও আপনি মা হননি। আপনি বুঝবেন না, সন্তান হারানোর কি জ্বালা? এই লক্ষ লক্ষ মানুষের চোখের জলের উপর আপনি দাঁড়িয়ে আছেন। যতই আপনি দিদি কে বলো চালু করুন প্রতি নিয়ত আপনার ছোট ছোট চ্যালা চামুণ্ডা যে ভাবে মানুষ কে নিপিড়ন করে যাচ্ছে। ভাবছেন ঐ বিধায়ক গিয়ে ভাত খেয়ে এলো, তারা জানে তিনশ টাকার মজুর আজ তিনশ কোটি টাকার মালিক। সেই কারণেই বলছি, এভাবে কাট মানি তুলে লাভ কি সরাসরি ট্যাক্স যাতে আপনার এ্যাকাউন্টে জমা দেওয়ার নির্দেশ দিন। রাজ্যের সরকার মানে তো আপনি, তাই আপনার এ্যাকাউন্টে টাকা জমা পরা মানে রাজ্যের টাকা। দেখুন কথা টা খারাপ ভাবে নেবেন না। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...